ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস, কোহলি–সচিন-রোহিতদেরও টপকে গেলেন স্মৃতি মান্ধানা, দ্রুততম ৫,০০০ রানের মালিক ভারতীয় তারকা ব্যাটার..
নিজস্ব সংবাদদাতা : ভারতীয় ক্রিকেটে আজ এক নতুন ইতিহাস রচনা করলেন স্মৃতি মান্ধানা। মাত্র ১১২ ইনিংসে ৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এই অসাধারণ কৃতিত্বের মাধ্যমে এক লহমায় পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গাঙ্গুলী, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের মতো কিংবদন্তিদের। রবিবারের ম্যাচেই এই রেকর্ডটি গড়েন স্মৃতি। এত কম ইনিংসে ৫,০০০ রানে পৌঁছনো ভারতীয় ব্যাটার হিসেবে তিনি এখন এক নম্বরে। এর আগে এই রেকর্ড ছিল বিরাট কোহলির দখলে, যিনি ১১৪ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। বছর ২৯ এর ভারতীয় তারকা ব্যাটার স্মৃতি মান্ধানার পর ভারতীয়দের মধ্যে এক দিনের ক্রিকেটে দ্রুততম ৫,০০০ রান করার তালিকায় দ্বিতীয় কোহলি এবং তৃতীয় স্থানে রয়েছেন ধাওয়ান। এরপর রয়েছেন সৌরভ (১২৬ ইনিংস), ধোনি (১৩৫), গম্ভীর (১৩৫), সচিন (১৩৮), রোহিত (১৪২), মিতালি রাজ (১৪৪), রাহুল দ্রাবিড় (১৪৮)। তারই সাথে কনিষ্ঠতম হিসেবেই মহিলাদের এক দিনের ক্রিকেটে ৫০০ রান করার রেকর্ড গড়লেন। স্মৃতির এই অর্জন শুধু পরিসংখ্যানের দিক থেকেই নয়, মানসিক দৃঢ়তার প্রতীকও। দেশের জার্সি গায়ে প্রতিবার মাঠে নামার সঙ্গে সঙ্গে তিনি প্রমাণ করেছেন—মেয়েরা এখন আর ক্রিকেটে পিছিয়ে নেই। তাঁর ব্যাটের ধারেই আজ গর্বিত গোটা ভারত। বিশেষজ্ঞদের মতে, স্মৃতি মান্ধানার এই সাফল্য ভারতীয় মহিলা ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। ধারাভাষ্যকারদের ভাষায়—“স্মৃতির ব্যাট এখন শুধু রান নয়, অনুপ্রেরণাও ঝরাচ্ছে।” আগামী ম্যাচগুলোতেও নজর থাকবে এই বাঁহাতি ওপেনারের উপর। তাঁর ব্যাটে আর কত উচ্চতায় উঠবে ভারতীয় মহিলা ক্রিকেট—সেই অপেক্ষাতেই ক্রিকেটপ্রেমী দেশ।
উল্লেখ্য, রবিবার মেয়েদের বিশ্বকাপে (ICC Cricket World Cup) বিশাখাপত্তনমে প্রথমে ব্যাটিং করে ভারত । স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়ালের ওপেনিং জুটির উপর ভর করে ও পরে কিছু পাওয়ার শটে ৩৩০ (৪৮.৫ ওভারে) রান করে অলআউট হয়ে যায় উইমেন ইন ব্লু। অজিদের জিততে হলে তুলতে হবে ৩৩১ রান।