শ্যামবাজারের জমায়েতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ঋতুপর্ণা সেনগুপ্ত!
নিজস্ব সংবাদদাতা : রাত তখন ১২টার মত বাজে। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে শান্তিপূর্ণভাবে রাত দখল চলছে। অজস্র সাধারণ মানুষের ভিড়ে রয়েছেন বেশ কিছু রুপোলি পর্দার মানুষ। তাঁরা কেউ কোনও অসাধারণত্ব দাবি করেননি। রয়েছে একাধিক সংবাদমাধ্যম। রাত দখলে যোগ দিতে শ্যামবাজারে পৌঁছন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ একটা জায়গায় মোমবাতি জ্বালানোর পরে একটু এগিয়ে ঋতুপর্ণা আরেকটি জায়গায় মোমবাতি জ্বালাতে গেলেন। হঠাৎ করেই এক দল মানুষ অধৈর্য হয়ে 'গো-ব্যাক' স্লোগান দিতে শুরু করলেন। শুরুতে ইতস্তত করেও স্লোগানের তীব্রতা বাড়তে দেখে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেন ঋতুপর্ণা। সেখানেই বিক্ষোভের মুখে পড়লেন তিনি ৷ ভাঙচুর করা হল তাঁর গাড়িও ৷ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান তোলেন একদল মানুষ। সেখানেই থেমে থাকেনি তাঁদের উষ্মা। অভিনেত্রীর গাড়ির উপর চড়াও হন তাঁরা। এমনকি গাড়ির দিকে জুতো ও বোতল ছুড়েও মারা হয়। ভয়াবহ পরিস্থিতিতে গাড়িতে উঠে এলাকা ছাড়তে বাধ্য হন ঋতুপর্ণা। এই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন টলিপাড়ার কয়েক জন তারকা।আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ঋতুপর্ণা । শঙ্খ বাজিয়ে প্রতিবাদ করেছিলেন তিনি । কিন্তু তারপরেই ট্রোলের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে ৷