মহাকুম্ভ মেলায় প্রশাসনের তৎপরতায় দ্রুত নিভল আগুন!
নিজস্ব সংবাদদাতা: প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় রবিবার দুপুরে শাস্ত্রী ব্রিজের কাছে সেক্টর ১৯ চত্বরে আগুন লেগেছে বলে খবর। পুড়ে গিয়েছে সন্ন্যাসীদের একাধিক তাঁবু! ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। এলাকা ঘিরে ফেলেছে প্রশাসন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মেলার মাঠেই থাকা দমকলের ২০টি ইঞ্জিন। দমকল কর্মীদের সাহায্য করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। আখড়া থানার পুলিশ আধিকারিক ভাষ্কর মিশ্র বলেন, “মহাকুম্ভ মেলার সেক্টর ১৯-এ দুটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছিল। এর জেরে একাধিক তাঁবুতে আগুন লেগে যায়। দমকল কর্মীরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছেন।” দমকলকে সাহায্য করতে অকুস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও।