দুর্গাপুর মহকুমা প্রশাসন আয়োজিত ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের এক ঝলক!

নিজস্ব সংবাদদাতা :  আজ দেশের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। ২৬ জানুয়ারি সারা দেশে পালিত হয় প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস। ১৯৫০ সালের এই দিনেই স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ড. রাজেন্দ্র প্রসাদ শপথগ্রহণ করেছিলেন গভর্নমেন্ট হাউসের দরবার হলে।

তবে শুধু ভারতে নয়, অন্য দেশেও পালিত হয় প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস।শিল্পাঞ্চল দুর্গাপুরে প্রজাতন্দ্র দিবসের মূল সরকারি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিটিসেন্টারের চতুরঙ্গ ময়দানে। অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।

অন্যদিকে দুর্গাপুর প্রেস ক্লাবেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহকুমা শাসক সুমন বিশ্বাস জাতীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সায়ন্নিতা মাইতি।

পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে তুলে ধরতে প্রদর্শিত হয় মনোমুগ্ধকর ট্যাবলো, যা উপস্থিত দর্শক ও আমন্ত্রিত অতিথিদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।