খড়গপুর রেলস্টেশন থেকে উদ্ধার, মেদিনীপুরের হোম থেকে ইতালি পাড়ি দিচ্ছে শিশু হালিমা!
পশ্চিম মেদিনীপুর,নিজস্ব প্রতিবেদন : বছর আগে খড়গপুর রেলস্টেশন থেকে উদ্ধার করা হয়েছিল ছোট্ট শিশুকে। নাম হালিমা খাতুন (১২)। শিশুকে উদ্ধার করে রাখা হয় মেদিনীপুরের হোমে। সরকারি আধিকারিকারা খোঁজাখুঁজি শুরু করেন তার অভিভাবকদের। বহু জায়গায় ছবি দিয়ে আবেদন জানানো হলেও কোনো লাভ না হওয়ায় সেই চেষ্টাও বিফলে যায়। শেষে মেদিনীপুরের হোম স্থায়ী ঠিকানা হয়ে ওঠে শিশু হালিমার। এবার মেদিনীপুরের হোম থেকে ইতালি পাড়ি দিচ্ছে হালিমা খাতুন। উল্লেখ্য, ইতালির রেজিও এমিলিয়া তে বসবাস ডাক্তার দম্পতি ফ্লিপো মরিসিনি ও এলিনা রিগি। একটি বাচ্চার জন্য ইতালির এই নিঃসন্তান দম্পতি অনলাইন পোর্টালে আবেদন করেন। সেই আবেদনের সমস্ত নিয়ম মেনে এবার পশ্চিম মেদিনীপুরের হোম থেকেই ইতালি ঠিকানা বদল হল হালিমার। নিঃসন্তান দম্পতি একদিকে যেমন সন্তান পেল, অন্যদিকে বাবা-মা পেল হালিমা। বিষয়টি নিয়ে ইতালি দম্পত্তি জানান, "আমরা দুজনেই ডাক্তার আমরা ছিলাম নিঃসন্তান দম্পতি। বহুদিন ধরে ইচ্ছে ছিল একটু শিশুকে দত্তক নেওয়ার। সেই মোতাবেক আমরা এই ভারতে আবেদন করেছিলাম অনলাইনের মাধ্যমে। আজকে আমাদের স্বপ্ন পূরণ হলো। ইন্ডিয়া ইজ গ্রেট এন্ড বিউটিফুল।" পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া বলেন, 'আমাদের জেলা থেকে উৎসবের আকারে শিশু যাচ্ছে দেশ। বিদেশে। বিদেশে ও শিশুর সংখ্যা প্রায় ৯ টি গিয়েছে। হালিমাকে আমরা খড়গপুর রেল স্টেশন থেকে পেয়েছিলাম। আমরা এই বিদেশী দম্পত্তির যাবতীয় তথ্য খুঁজে দেখে তবেই শিশুকে তুলে দিলাম।"