কলকাতা হাইকোর্টের রায়ে খড়গপুরে রেশমির আট নম্বর ইউনিটের গেট খুলল!
অরিন্দম চক্রবর্তী : মাস বন্ধ থাকার পর কলকাতা হাইকোর্টের রায় মেনে খড়গপুরে রেশমি মেটালিকস এর ৮ নম্বর ইউনিটের নির্মাণ কাজ শুক্রবার ২রা আগস্ট থেকে ফের শুরু হল। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী জানান-গত ফেব্রুয়ারি মাসে গেট বন্ধ করে দেয়া হয়েছিল। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার, জেলা প্রশাসন ও স্থানীয় মানুষদের তৈরি একটি কমিটির বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করেন রেশমি কর্তৃপক্ষ।
বিচারপতি অমৃতেশ সিনহার এজ লাসে শুনানি হয়। স্থানীয় বাসিন্দাদের তৈরি কমিটি আশঙ্কা প্রকাশ করেছিল কারখানা থেকে দূষণ ছড়াবে। বিচারপতি কমিটিকে উপযুক্ত ফোরামে আবেদন জানাতে বলেন। কারখানা কর্তৃপক্ষের হাতে যাবতীয় উপযুক্ত অনুমতি পত্র থাকায় দ্রুত নির্মাণ কার্য শুরু করার নির্দেশ দেন বিচারপতি অমৃতেশ সিনহা। নির্মাণ কার্য শুরু হওয়াকে কেন্দ্র করে যাতে কোন অশান্তি সৃষ্টি না হয় তার জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। কলকাতা হাইকোর্টের রায় মেনে রেশমি কর্তৃপক্ষ তাদের আট নম্বর ইউনিটের কাজ শুরু করেন শুক্রবার। সংস্থার পক্ষ থেকে ভাস্কর চৌধুরী বলেন,-এই ইউনিটে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০০০ লোকের কর্মসংস্থান হবে এখানে।