ভারতীয় ডাক বিভাগের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এর অধীনে বীমা সুরক্ষায় ১০ লক্ষ টাকা পেলেন পশ্চিম মেদিনীপুরের অধিবাসী!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ভারতীয় ডাক বিভাগের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এর অধীনে বীমা সুরক্ষায় ১০ লক্ষ টাকা পেলেন পশ্চিম মেদিনীপুরের এক অধিবাসী। আজ মেদিনীপুরে ডাক বিভাগের মুখ্য কার্যালয়ে এই অর্থ ব্যাংকের আধিকারিকরা বীমাকৃত ব্যক্তির উত্তরাধিকারীর হাতে তুলে দিয়েছেন। জানা গেছে, গত ২০২৩ জানুয়ারি মাসে জেলার ডেবরা এলাকার অধিবাসী সুপ্রিয়া সাউ বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তবে মৃত্যুর ৩/৪ মাস আগে তিনি ভারত সরকারের স্বল্প মূল্যের বীমার করেছিলেন। দুর্ঘটনাজনিত কারনে তাঁর মৃত্যুর পর বিমাকৃত অর্থ মৃতের উত্তরাধিকারকারী হিসেবে তাঁর ভাই সুরজিৎ সাউ এর হাতে বুধবার তুলে দেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের AGM কণিষ্ক কুমার ধীবর, সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পোস্ট অফিস মেদিনীপুর ডিভিশন গুড়িয়া কুমারী সহ ইন্ডিয়ান পোস্ট বিভাগের আধিকারিকরা। বিমাকৃত অর্থ ১০ লক্ষ টাকার চেক হাতে পেয়ে উপভোক্তা সুরজিৎ সাউ জানান, মানুষের জীবনের মূল্য অর্থ দিয়ে বিচার করা যায়না, কিন্তু বাঁচতে গেলে অর্থের প্রয়োজন, হয়তো সেই প্রয়োজনের অনেকটাই মিটবে এই বিমার টাকায়।
অন্যদিকে AGM কণিষ্ক কুমার ধীবর বলেন, আমরা চাই আরও বেশি মানুষ এই ধরণের বীমার আওতায় আসুক, যাতে তাদের পরিবার পরিজনদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। এই বীমা গুলি খুবই স্বল্প মূল্যে করা যায়, বছরে একবারই প্রিমিয়াম দিতে হয়, মেয়াদ একবছর। সেই সময়কালে বীমা উপভোক্তা বা তার নমিনি অনেক রকম আর্থিক সুবিধা পাবেন।