মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ১৪ নং ওয়ার্ডে বেআইনিভাবে পুকুর ভরাট হচ্ছিল বলে অভিযোগ!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : দিনের আলোয় পুকুর ভরাট হচ্ছিল বলে অভিযোগ। মেদিনীপুর পৌরসভার আওতাধীন ১৪ নম্বর ওয়ার্ডের তালমাল বস্তির পুকুরটি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। এই পুকুরটি ৬০ থেকে ৭০ বছরেরও বেশি পুরনো এবং স্থানীয়রা এটি ব্যবহার করত। এই পুকুরটি ভরাট করা হলে স্থানীয়রা সমস্যার সম্মুখীন হবেন। তাই স্থানীয়রা চান পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। এছাড়াও, এলাকার মানুষদের আরও অভিযোগ, এলাকার এই পুকুরটি নিয়মিত পরিষ্কার না করার কারণে এলাকায় রোগের প্রকোপ বাড়ছে। সম্প্রতি এই এলাকার একটি শিশুরও ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। তবে, এই বিষয়ে পুকুর মালিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, স্থানীয়দের কারণেই এই পুকুরটি নষ্ট হচ্ছে। সমস্ত আবর্জনা পুকুরে ফেলা হচ্ছে। অন্যদিকে, মেদিনীপুর পৌরসভার মেয়র সৌমেন খান বলেছেন যে পুকুর ভরাট করা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। পৌর কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুকুরের যে সমস্ত অংশ ভরাট করা হয়েছে তা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। অন্যথায়, পৌরসভা পুকুর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।