তিলোত্তমা’র বিচারের দাবিতে আরও একটা রবিবারের রাজপথে!

নিজস্ব সংবাদদাতা :  পথে নামলেন হাজার হাজার তিলোত্তমা। একদিকে ‘আমরা তিলোত্তমা’র ব্যানার রাজপথে প্রতিবাদের গর্জন শোনা গেল গত রবিবার। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় এদিন বিশাল মিছিল বের হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলের পড়ুয়ারা পথে নামে এদিন। তাদের সঙ্গে পথে নামেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। রয়েছেন একাধিক তারকাও।কলেজ স্কোয়ারে মিছিলের ভাষা যেমন স্লোগানে স্লোগানে ধ্বনিত হচ্ছে, অ্যাকাডেমি অব ফাইন আর্টসে প্রতিবাদের ভাষা গান, ছবি। এক আন্দোলনকারী বলেন, “প্রতিদিন ধর্ষণ হচ্ছে। কোনওটা জানতে পারছি, কোনওটা জানতে পারছি না। কোনগুলো জানতে পারছি না সেগুলোও খতিয়ে দেখতে হবে।” অভিনেত্রী সোলাঙ্কি রায়ও প্রতিবাদে সামিল হয়েছেন। তিনি বলেন, “২২ দিন হয়ে গেল। আর কবে? বহু মানুষ যুক্ত এই ঘটনায়। অথচ কোনও সুরাহা নেই। দাবি একটাই, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত মানুষ রাস্তায় থাকবে।” অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে সুদীপ্তা চক্রবর্তী এমনকি সোহিনী সরকার, গত রবিবার তিলোত্তমার হয়ে যে মিছিলে তারা সামিল হয়েছেন, তাতে সারারাত পথে বসেই বিচার চেয়েছেন তাঁরা। গত রবিবার সক্রিয় ভূমিকায় ছিলেন সোহিনী থেকে স্বস্তিকা সকলেই। বুকে জ্বলছে আগুন। মেয়েদের বিচার না করে তারা রাস্তা থেকে উঠবেন না বলেই জানিয়েছিলেন। পাঁচ দফায় মেল করেও মেলেনি জবাব। তাই তারা উত্তরের অপেক্ষায় সারারাত রাস্তায় ছিলেন।অন্যদিকে চৈতি ঘোষাল বলেন, সেলেব্রিটি আমরা এখানে কেউ নয়, সবাই সাধারণ মানুষ হিসাবে যোগ দিয়েছি। বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবেই।