ইডেনে রিচার সম্মানযাত্রা: সোনার ব্যাট, ‘বঙ্গভূষণ’ ও ডিএসপি পদে নিযুক্ত হলেন বিশ্বজয়ী তারকা
নিজস্ব সংবাদদাতা : বিশ্বকাপের মঞ্চে দেশের গর্ব হয়ে ওঠা বাংলার প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ। এদিন জমকালো সংবর্ধনা দিল সিএবি ও রাজ্য সরকার। শনিবার ইডেন গার্ডেন্স যেন রিচার জন্যই সাজানো ছিল — দর্শক, করতালি, ফুলের বৃষ্টি আর একের পর এক পুরস্কারে ভরপুর হয়ে উঠল ঐতিহাসিক মাঠ। প্রথমে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) রিচার হাতে তুলে দেয় সোনার ব্যাট ও বল, সঙ্গে ৩৪ লক্ষ টাকার চেক। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, “বিশ্বকাপ ফাইনালে রিচা ৩৪ রান করেছিল। সেই কারণেই ৩৪ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে।” সঙ্গে পুষ্পস্তবক, উত্তরীয় ও আরও বেশ কিছু স্মারক তুলে দেওয়া হয় এই তরুণ তারকার হাতে। নিজের ইচ্ছার কথা জানিয়েছেন সৌরভ বলেন, “এক দিন যেন বলতে পারি রিচা ঘোষ ভারতের অধিনায়ক। সেই দিনটার অপেক্ষায় আছি।”
এরপর রাজ্য সরকারের পক্ষ থেকেও রিচাকে দেওয়া হয় সর্বোচ্চ সম্মান — ‘বঙ্গভূষণ’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ হাতে রিচার গলায় পরিয়ে দেন সোনার হার। সেই সঙ্গে রাজ্য পুলিশের ডিএসপি পদে তাঁর নিয়োগপত্রও তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, “রিচাকে একদিন ভারতের অধিনায়ক হিসেবে দেখতে চাই।” তবে মুখ্যমন্ত্রী এ-ও স্পষ্ট করে দেন, তিনি কোনওভাবেই এই তরুণ ক্রিকেটারের উপর অতিরিক্ত চাপ দিতে চান না। মমতা বলেন, “ওর কাছে অনেক প্রত্যাশা আছে। কিন্তু আমি ওর উপর চাপ দিতে চাই না। যা করছে, সেটা মন দিয়ে করুক। সব সময় তো এক রকম পরিকল্পনায় সাফল্য আসে না। পরে হয়তো অন্য পথে, অন্য ভাবনায় আরও বড় সাফল্য আসবে।” রিচার প্রশংসা করতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “রিচা বাংলার গর্ব। ও দেশের মুখ উজ্জ্বল করেছে। আমি চাই, ওর মতো আরও মেয়ে উঠে আসুক বাংলার মাটিতে।”
ঝুলন গোস্বামী রিচার আবিষ্কার নিয়ে reminiscing করে বলেন, “২০১৩ সালে সিএবি-কে বলেছিলাম জেলা থেকে প্রতিভা তুলে আনতে চাই। সেই ট্যালেন্ট হান্টেই রিচাকে প্রথম দেখি। আমার দেখা সেরা প্রতিভা ও। তখন অনেকেই বলেছিল ওর বয়স কম, কিন্তু আমি জানতাম ওর মধ্যে বড় কিছু করার ক্ষমতা আছে। আজ ও সেই প্রমাণ দিয়েছে।” রিচার উজ্জ্বল সাফল্য শুধু বাংলার নয়, ভারতের মেয়েদের ক্রিকেটে এক নতুন অনুপ্রেরণা তৈরি করেছে। ইডেনের আলোয় ভেসে ওঠা সেই সন্ধ্যায় রিচার চোখেমুখে ছিল বিনয়, আত্মবিশ্বাস আর নতুন লড়াইয়ের প্রস্তুতির আভাস।
রিচা এদিন বাবা-মায়ের সঙ্গে ইডেনে উপস্থিত ছিলেন। ইডেনের মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী, সিএবি-র বর্তমান ও প্রাক্তন কর্তারা এবং বাংলা ক্রিকেটের বহু মুখ।