বিহারে প্রকাশ্য রাস্তায় হামলা কাউন্সিলরের উপর,বাড়িতে ঢুকে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা!

RJD নেতা তেজস্বী যাদব লিখেছেন 'যে বিহারে আবার জঙ্গলরাজ ফিরে এসেছে'..............

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সন্ধ্যায় RJD নেতা তথা বিহারের হাজিপুরের স্থানীয় কাউন্সিলর পঙ্কজ রাই দাঁড়িয়েছিলেন তাঁর বাড়ির সামনেই একটি জামার দোকানে। হঠাৎই তিনজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বাইকে চেপে এসে তাঁর উপরে হামলা করে। কাউন্সিলরকে লক্ষ্য করে চালাতে শুরু করে গুলি। প্রাণ বাঁচাতে বাড়ির ভিতরে দৌড় লাগান কাউন্সিলর। কিন্তু দুষ্কৃতীরা তারপরও থামেনি। বাইক থেকে নেমে বাড়ির ভিতরেই ঢুকে পড়ে। কাউন্সিলরকে তিনটে গুলি করে। গুলির শব্দ শুনতে পেয়েই ছুটে আসেন পরিবারের সদস্য় ও স্থানীয় বাসিন্দারা। ততক্ষণে দুষ্কৃতীরা ফের বাইকে চেপে পালিয়ে যায়। কাউন্সিলরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। RJD নেতা তেজস্বী যাদব লিখেছেন 'যে বিহারে আবার জঙ্গলরাজ ফিরে এসেছে'। তিনি আরও বলেন, “নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ-র গুন্ডারা ওয়ার্ড কাউন্সিলর পঙ্কজ রাইকে গুলি করে খুন করেছে। মুখ্যমন্ত্রী ও তাঁর দুই উপমুখ্যমন্ত্রী শান্তিতে ঘুমোচ্ছেন আর তাদের গুন্ডারা অশান্তি সৃষ্টি করছে।”