পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যালস কোম্পানির বিতর্কিত(RL)স্যালাইন এখনো SSKM,বাঁকুড়া মেডিক্যাল,মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যালস কোম্পানির বিতর্কিত ‘বিষ’ স্যালাইন এর ছড়াছড়ি। যে সংস্থার স্যালাইন ব্যবহার করে শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছিল মামণি রুইদাস (২৪) এক প্রসূতির। আশঙ্কাজনক আরও চার প্রসূতি। সদ্যজাত সন্তানকে রেখে চলে গিয়েছেন মা। স্বাস্থ্য ভবন আশ্বাস দিয়েছিল বিতর্কিত সংস্থার সবকটি প্রোডাক্টের ব্যবহার বন্ধ করা হবে। কিন্তু মুখে তা বলা হলেও কাজ হচ্ছে অন্যরকম। আসলে শনিবার দেখা গেলো রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM থেকে শুরু করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ,মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে সেই একই সংস্থার স্যালাইন। উল্লেখ্য এর আগে কর্নাটকে এই সংস্থার স্যালাইনে মৃত্যু হয়েছিল প্রসূতির। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের এমএসভিপি তন্ময় পাঁজা বলেন, “আমাদের হাসপাতালে এই ধরনের কোনও সমস্যা হয়নি। স্বাস্থ্য ভবন থেকে ওই সংস্থার প্রোডাক্টের ব্যবহার বন্ধ করার নির্দেশ এসেছে।” তারই সাথে এটাও জানান কিছুক্ষণ আগেই নির্দেশটি পেয়েছেন। ব্যাপারটি সম্পর্কে ওয়ার্ডে ওয়ার্ডে সেটা জানিয়ে দেওয়া হচ্ছে।