মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে RL- স্যালাইন রোগীর শরীরে দিলেই দেখা দিচ্ছে একাধিক উপসর্গ!
পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : আর এল বা রিঙ্গারস লেক্টেট স্যালাইন রোগীর শরীরে দিলেই দেখা দিচ্ছে একাধিক উপসর্গ। কখনো রোগীর জ্বর আসছে তো কখনো কাঁপুনি। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিন্তা বাড়ছে ওয়ার্ডে কর্মরত জুনিয়র ডাক্তারদের। স্যালাইনের গুণগত মান নিয়ে সংশয় প্রকাশ জুনিয়র ডাক্তারদের। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন ব্যবস্থা হয়নি বলেই অভিযোগ জুনিয়র ডাক্তারদের। অতি সম্প্রতি কর্ণাটকায় প্রসূতি মৃত্যুর জন্য এ রাজ্যের স্যালাইন প্রস্তুতকারক সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কে কাঠগড়ায় তুলে ইতিমধ্যেই কালো তালিকাভুক্ত করার পথে হেঁটেছে কর্ণাটক সরকার। সেই প্রস্তুতকারক সংস্থাই এরাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে সরবরাহ করে রিঙ্গারস ল্যাক্টেট বা RL স্যালাইন। এমনকি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেও যে আর এল রোগীদের দেওয়া হচ্ছে তা সরবরাহ করেছে এই সংস্থা। উল্লেখ্য, বছর খানেক আগেই RL স্যালাইন দিলে রোগীদের মধ্যে কাঁপুনির মত উপসর্গ দেখা গিয়েছিল। মেদিনীপুর , দুর্গাপুর সহ একাধিক জায়গায় নির্দিষ্ট ব্যাচের RL কে 'নট টু ইউজ' করে দেয় স্বাস্থ্য দপ্তর। অতি সম্প্রতি রানাঘাটেও প্রশ্ন ওঠে এই RL স্যালাইনের গুণগতমান নিয়ে। বছর ঘুরতে না ঘুরতে ফের একই অভিযোগ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বারবার কেন এ ধরনের ঘটনা ঘটছে! স্যালাইন প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে রাজ্য সরকার কি আদৌ কোন পদক্ষেপ করবে! এই প্রশ্নই তুলছে বিভিন্ন মহল।