আজ সকালে ওড়িশা থেকে কলকাতাগামী মুরগি বহনকারী একটি পিকআপ ভ্যান মকরামপুরবাস স্ট্যান্ডে জাতীয় সড়কে উল্টে যায়!
নিজস্ব সংবাদদাতা: ১৫ই জুন রবিবার সকালে ওড়িশা থেকে কলকাতা যাওয়ার সময় মকরামপুর বাসস্ট্যান্ডে জাতীয় মহাসড়কে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান রাস্তার ধারে উল্টে গেল। নারায়ণগড়ের মকরামপুরে জাতীয় সড়কে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে গেল, দুজন আহত হয়েছে।