মেদিনীপুর পৌরসভার মানিকপুর থেকে হোসনাবাদ পর্যন্ত বেহাল রাস্তা সারানোর দাবিতে পথ অবরোধ!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর পৌরসভার মানিকপুর থেকে হোসনাবাদ পর্যন্ত বেহাল রাস্তা সারানোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ পৌর এলাকাবাসীদের। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলার থেকে পৌর প্রধান। মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ড ও ১৬ নম্বর ওয়ার্ডের মানিকপুর থেকে হোসনাবাদ শহরে প্রবেশ করা গুরুত্বপূর্ণ যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।
বারবার স্থানীয় কাউন্সিলার কে জানিয়েও কোন লাভ না হওয়ায় অবশেষে রবিবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হয় এলাকার মানুষ। স্থানীয়দের দাবি, অবিলম্বে এই রাস্তা সম্প্রসারণ করতে হবে পৌরসভাকে। এই দাবি তুলে প্ল্যাকার্ড হাতে বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পৌরসভার পৌর প্রধান সৌমেন খান । সৌমেন খান বলেন পুজোর আগে অমৃত প্রকল্পের যে কাজ সেটা সম্পূর্ণ করে পুজোর আগেই এই রাস্তা মেরামতের কাজ শুরু হবে বলে অবরোধকারীদের প্রতিশ্রুতি দেওয়ার পরেই অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।