বন্ধু থেকে শত্রু-শনিবার রাতেই ইজরায়েলের উপরে হামলা করে ইরান !

নিজস্ব সংবাদদাতা : এক সময়ে দুই দেশের ছিল বন্ধুত্ব। যখন ইজরায়েলকে কেউ দেশ বলে স্বীকৃতি দিতে চায়নি, সেই সময়ে ইরানই স্বীকৃতি দিয়েছিল ইজরায়েলকে। সেখানে আজ ইরান ও ইজরায়েল আজ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত। দুই দেশের শত্রুতা বুঝতে গেলে, আসলে এদের ইতিহাস বুঝতে হবে। ১৯৪৮ সালে মধ্য প্রাচ্যে ফিলিস্তিনের জায়গায় ইজরায়েল নামে একটি ইহুদি রাষ্ট্র গঠিত হয়। এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে মুসলিম দেশগুলো। মধ্য প্রাচ্যের অধিকাংশ মুসলিম দেশ ইজরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকার করে। এই সময়ে পাশে এসে দাঁড়ায় ইরান। তুরস্কের পর ইরানই দ্বিতীয় মুসলিম দেশ ছিল, যারা ইজরায়েলকে দেশ হিসেবে মেনে নেয়। দুজনে যে বন্ধু , তা প্রাথমিক পর্যায়ে প্রকাশ করা না হলেও, একে অপরকে অভ্যন্তরীণভাবে সাহায্য করতে থাকে। যুদ্ধ হচ্ছিল ইজরায়েল-হামাসের মধ্যে। সেখানেই হঠাৎ ইরানের এন্ট্রি। আগে থেকেই ইজরায়েলকে সতর্কবার্তা দিলেও, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা চালায় ইজরায়েল। মারা পড়েন অনেকে। এর পাল্টা জবাবেই ইরান ইজরায়েলের উপরে হামলার ঘোষণা করে এবং সত্যি সত্যিই মিসাইল হামলা চালায় শনিবার। কিন্তু ইজরায়েল-ইরানের সম্পর্কটা সবসময় এমন ছিল না।