বর্ষার মরসুমে উত্তাল দিঘার সমুদ্র,রোমাঞ্চের নেশায় একের পর এক পর্যটকের পরিণতি মর্মান্তিক!

পূর্ব মেদিনীপুর  নিজস্ব প্রতিবেদন : রোমাঞ্চের নেশায় বর্ষার মরসুমে দিঘার উত্তাল সমুদ্রে নেমে বিপজ্জনক ঢেউয়ের মধ্যে আনন্দ করতে গিয়েই প্রাণ হারালেন সোদপুর থেকে আসা এক পর্যটক। নুলিয়ারা জানিয়েছেন, রোমাঞ্চের নেশায় গার্ডওয়াল টপকে যাই ওই পর্যটক। সেই গার্ডওয়ালে ধাক্কা খেয়ে গুরুতর জখম হন ওই পর্যটক। নুলিয়ারা তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একদিন আগেই দিঘায় উত্তাল সমুদ্রে স্নানে করতে নেমে এক পর্যটক প্রাণ হারিয়েছেন। পুলিশ সূত্রে খবর, রবিবার সমুদ্রস্নানে নেমে মৃত্যু হয় ২৮ বছরের দীপঙ্কর নন্দীর। উত্তর ২৪ পরগনার টিটাগড়ের বাসিন্দা। প্রাণ হারিয়েছেন উত্তর ২৪ পরগনার কামারহাটি এলাকা থেকে আসা আরও এক পর্যটক। বছর ৩০-এর আকাশ সাহা। এর আগে রবিবার নিউ দিঘার উত্তাল সমুদ্রে স্নানে নেমেছিলেন টিটাগড়ের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন অন্যেরা অপেক্ষাকৃত সুরক্ষিত জায়গায় থাকলেও ওই ব্যক্তি বেশ খানিকটা নীচের দিকে নেমে যান। ঢেউয়ের দাপটে জলের তোড়ে ভেসে যান ওই যুবক। নুলিয়ারা সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে ঝাঁপালেও বাঁচানো যায়নি। প্রশাসনের মতে, সচেতনতার অভাবে শুধুমাত্র রোমাঞ্চের নেশায় উত্তাল সমুদ্রে নেমে পর্যটকের এই পরিণতি যথেষ্ট উদ্বেগের। সচেতনতামূলক প্রচার থেকে শুরু করে পুলিশি পাহারাও চলছে। তার মধ্যেও এমন ঘটনা ঘটল।