নৃত্য প্রতিযোগিতায় রয়‍্যাল অ্যাকাডেমির ছাত্রী সম্পূর্ণা'র জোড়া সাফল্য!

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত পঞ্চদশ রাজ্য শিশু কিশোর উৎসবে মেদিনীপুর বিভাগের সংস্কৃতিক প্রতিযোগিতায় শাস্ত্রীয় নৃত্য বিভাগে (অনুর্ধ ১৬) প্রথম স্থান অধিকার করেছে ইংরেজি মাধ্যম বিদ্যালয় রয়‍্যাল অ্যাকাডেমি'র দশম শ্রেণির ছাত্রী সম্পূর্ণা মূলা। আগামী ২ জানুয়ারি চন্দননগরে রাজা শিশু কিশোর উৎসবের শাস্ত্রীয় নৃত্য বিভাগে জেলার প্রতিনিধিত্ব করবে সম্পূর্ণা। সম্পূর্ণার সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা-ছাত্র-ছাত্রীরা। রয়‍্যাল অ্যাকাডেমি'র অধ্যক্ষ সত্যব্রত দোলই এই সাফল্যের জন্য সম্পূর্ণা, তার অভিভাবক, নৃত্য প্রশিক্ষক রাজীব খান, শমিক সিংহ ও সহেলী বেরা কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অধ্যক্ষ বলেন যে তিনি আশাবাদী সম্পূর্ণা রাজ্য জ্বরের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জেলা ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। অপর দিকে শুক্রবার বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় দিলীপ হাজরা স্মৃতি সারা বাংলা রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হল যুগলির নসিবপুরে। এই প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিনিধিত্ব করে সম্পূর্ণা এবং যেখানেও অনুর্ধ ১৬ বিভাগে রাজ্য স্তরে সে প্রথম স্থান অধিকার করেছে। এই অভাবনীয় সাফল্যের জন্য সম্পূর্ণাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সভাপতি তথা রয়্যাল অ্যাকাডেমি'র অধ্যক্ষ সত্যব্রত দোলই এবং যুগ্ম সম্পাদক আলোক ঝুমার গাল ও রূপম দাস।