সাইকেল নিয়ে জ্যোতির্লিঙ্গ যাত্রা গুজরাট থেকে বিজয় সেবাক!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন ভারত ভ্রমণে। লক্ষ্য তার চারধাম ও ১২ জ্যোতির্লিঙ্গ দর্শন। দীপাবলিতে বাংলার রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছেন তিনি দক্ষিণেশ্বর বেলুড়মঠ দর্শন করতে। কালী পুজোর দিন সকালে এমনই এক পরিব্রাজককে দেখা গেল জাতীয় সড়কের রাস্তায়। শুধু সাইকেল চালিয়ে ভ্রমণ নয় পথে কারোর বিপদ দেখলে সবার আগে এগিয়ে যান বিজয় সেবক।বাড়ি তার গুজরাটের খেরা জেলার নাদিয়াদ গ্রামে। পেশায় তিনি কলের সরঞ্জাম বিক্রেতা। সময় পেলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। গত ২৪ জুন বেরিয়ে সারে চার মাস ধরে সাইকেল নিয়ে ঘুরছেন দেশের বিভিন্ন রাজ্য। বাংলায় এসেছেন চার দিন আগে।বাংলার প্রকৃতি, বাংলার মানুষ, মানুষের ঈশ্বর ভক্তি একসঙ্গে মিলেমিশে থাকা দেখে অবাক হয়েছেন। মুগ্ধ হয়েছেন বাংলার গ্রাম গঞ্জে কালী পুজো দেখে।বাংলায় এসে দর্শন করেছেন তারাপীঠ এবং মায়াপুরের ইস্কন মন্দির। দিল্লী রোড ধরে তিনি দর্শন করেছেন কালীঘাট, দক্ষিণেশ্বর, এবং বেলুর মঠ । পশ্চিম মেদিনীপুরে বেলদা হয়ে যাবার সময় তিনি আমাদের এক প্রতিনিধি কে বলেন জগন্নাথ ধামের উদ্দেশে পুরী রওনা হয়েছেন । সাড়ে ৯ মাসে ১২ জ্যোতির্লিঙ্গ এবং চার ধাম যাত্রা করে গুজরাট ফিরবেন। তিনি আরও বলেন যে পরিবেশ সম্পর্কে একটা স্বচ্ছ ধারনা দেওয়া হবে যাত্রা পথে। আমাদের এই সাইকেল যাত্রার পথে যে যে মানুষের মুখোমুখি হব , সবার কাছেই পরিবেশ বাঁচানোর বার্তা তুলে ধরব।
LikeCommentShare