এক মঞ্চে শচীন তেণ্ডুলকর এবং বিনোদ কাম্বলি!
নিজস্ব সংবাদাতা : সম্প্রতি, মুম্বইয়ের শিবাজি পার্কে আচরেকারের জন্য একটি স্মারক উন্মোচন করার সময় সচিন তাঁর কোচ সম্পর্কে নিজের এমনই চিন্তাধারা শেয়ার করে নেন। এদিন, আচরেকারের স্মৃতিসৌধ উন্মোচন করে সচিনের দাবি, যিনি অন্যদের ক্রিকেটে ক্যারিয়ার গড়তে সাহায্য করার জন্য নিজের জীবন দিয়েছেন, তার জন্য স্মৃতিসৌধটি পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। মুম্বইয়ে এক অনুষ্ঠানে দেখা গেল ছোটবেলার দুই বন্ধুকে। মঞ্চের এক ধারে বসে ছিলেন কাম্বলি। তাঁর সঙ্গে নিজে এগিয়ে গিয়ে কথা বলেন শচীন। দুই বন্ধুকে মেলালেন তাঁদেরই প্রয়াত কোচ রমাকান্ত আচরেকর। তাঁর একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দুই প্রিয় ছাত্র। অনুষ্ঠানে আগে প্রবেশ করেন কাম্বলি। পরে আসেন শচীন। মঞ্চে উঠে একসময়ের প্রিয় বন্ধুকে দেখে তাঁর দিকে এগিয়ে যান। কাম্বলির হাত ধরে বেশ কিছুক্ষণ কথা বলেন। দু'জনকেই বেশ খোশমেজাজে পাওয়া যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রয়াত কোচ রমাকান্ত আচারেকারের স্মৃতিসভাতে শচীন তেন্ডুলকার আর বিনোদ কাম্বলির দেখা হওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
বিনোদ কাম্বলি, এই নামটা আমার কাছে সারাজীবন একটা আক্ষেপের জায়গা হয়ে থাকবে। এত প্রতিভাবান একজন ব্যাটসম্যান কীভাবে শেষ হয়ে গেল, কেন সে অসংযত জীবনযাপন করত, মুম্বাইয়ের খাড়ুস ব্যাকগ্রাউন্ড হওয়া সত্বেও সাফল্য কেমন করে অল্প দিনেই তার মাথা ঘুরিয়ে দিল, কেন ততকালীন সিনিয়র ক্রিকেটাররা তাকে মরাল বুস্ট করলনা, কেন গাভাসকারের মতন ক্রিকেট ব্যক্তিত্ব তাকে বোঝালো না - এগুলো সবই আমার কাছে বিরাট প্রশ্ন। বিনোদ কাম্বলিকে দেখে মনে হচ্ছিল তিনি অসুস্থ। ভাল করে কথা বলতে পারছেন না। আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের দিন শচীন ও কাম্বলি বেশ কিছুক্ষণ কথা বলেন। সেই সময়ে দু'জনকেই হাসতে দেখা গিয়েছে। কাম্বলি 'লাভ ইউ স্যর'বলে তাঁর বক্তব্য শেষ করেন। সচিন, কাম্বলি ছাড়াও আচরেকরের হাতে তৈরি হয়েছেন প্রবীণ আমরে, পরশ মাম্বরে, সঞ্জয় বাঙ্গার, সমীর দিঘে, বলবিন্দর সিংহ সান্ধুর মতো ক্রিকেটার। হ্যারিস শিল্ডের ম্যাচে বিনোদ কাম্বলি ও শচীন তেণ্ডুলকর তাঁদের স্কুল সারদাশ্রম বিদ্যামন্দিরের হয়ে ৬৬৪ রানের পার্টনারশিপ গড়ে খবরের শিরোনামে এসেছিলেন। বিস্ময়বালক থেকে শচীন হয়ে ওঠেন কিংবদন্তি। তাঁর নামের পাশে লেখা ২০০টি টেস্ট, ৪৬৩টি ওয়ানডে। একশোটি আন্তর্জাতিক সেঞ্চুরি ও অসংখ্য রেকর্ডের মালিক শচীন। অন্যদিকে কাম্বলি ১৭টি টেস্ট ম্যাচ খেলেন। টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করেন তিনি। টেস্টে ১০৮৪ রানের মালিক কাম্বলি। ১০৪টি ওয়ানডে থেকে কাম্বলির সংগ্রহ ২৪৭৭ রান। দুটো সেঞ্চুরিও রয়েছে তাঁর নামের পাশে। কিন্তু কাম্বলির অর্থনৈতিক অবস্থা এখন ভাল নয়। শারীরিক দিক থেকেও অসুস্থ। দুই বন্ধুকে মিলিয়ে দিলেন তাঁদের স্যর রমাকান্ত আচরেকর।