কালিম্পং জেলার কফের সৈলুং বাজার
বিবেকানন্দ বসাক : সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার ফুট উঁচুতে অপূর্ব মায়াময় এক জনপদের নাম স্থানীয় মানুষের ভাষায় যা কফের সৈলুং বাজার। তবে পর্যটকরা একে কফের লোলেগাঁও বলে থাকেন। স্থানীয় প্রাক্তন কাউন্সিলর শিরিং শেরপার তৈরি একটি বিরাট বুদ্ধ মূর্তি দেখতে পাবেন কফের সৈলুং বাজারের সামনে। মূর্তিটি দেখে মুগ্ধ না হয়ে পারবেন না। একটি বড় খোরলোও রয়েছে। ওপরে দেওয়ালে কারুকার্যে ব্যস্ত ছিলেন চিত্রশিল্পী নবীন তামাং। কাছেই শিবমন্দির। তারপর ঝিঁঝির সমবেত সঙ্গীতেও এক অন্য অনুভূতি নিয়ে আসে। দেখা এখানেই শেষ হয় না। পাশেই একটি সুসজ্জিত উদ্যানও রয়েছে। সামান্য চড়াই উৎড়াই এই উদ্যানে অসংখ্য পাইন গাছের কাছাকাছি থাকার দৃশ্যে পরম আত্মীয়তার খোঁজ পাওয়া যায়। রোদের তাপ থাকলেও এই সুউচ্চ পাহাড়ে এমন হিমেল হাওয়া বইছে যে পাইন গাছের নীচে বসলে শরীরের প্রতিটি রোমকূপকে আরাম দেয়। প্রকৃতির সেবাপরায়ন মনের উদারতায় প্রশান্তি রয়েছে। Akash World-এর উদ্যোগে আমি ও আকাশ সূত্রধর বেরিয়ে পড়েছিলাম দর্শক-শ্রোতা বন্ধুদের নতুন কিছু উপহার দিতে।