সংকল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবসে রক্ত দান ও চুলদান শিবির!

নিজস্ব সংবাদদাতা : "রক্তদান জীবন দান,রক্ত দিয়ে প্রাণ বাঁচান"। ৩১শে আগস্ট মেদিনীপুরের সংকল্প ফাউন্ডন্ডেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে রক্তদান শিবির ও চুলদান ও বস্ত্রদান কর্মসূচি করা হলো। উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড: জয়ন্ত কিশোর নন্দী, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, মেদিনীপুর কলেজের অধ্যক্ষ সত্য রঞ্জন ঘোষ, বিশিষ্ট সমাজসেবী উদ্যোগগতি চন্দন বসু, মদনমোহন মাইতি, স্পন্দন হাসপাতালের ডিরেক্টর পার্থ মন্ডল, বিশিষ্ট সমাজসেবী অঞ্জনা পাল, বিশিষ্ট সমাজসেবী অরুণ চৌধুরী,অধ্যাপিকা রুবি আদক, পিপলস কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান আশীষ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ সাহা, সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া,বিশিষ্ট সঙ্গীত শিল্পী সমীর মহান্তি, সময় বাংলার জয়ন্ত মণ্ডল, সাংবাদিক তাপস মাইতি প্রমুখ।

ইংলিশ চ্যানেল জয়ী আফরিন জাবি এবং আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিং চ্যাম্পিয়নশিপের পদক প্রাপ্ত অনীশ সাউকে সম্বর্ধনা দেওয়া হয়। চুলদান করেন ১০ জন মহিলা।এছাড়া দশজন মহিলাকে বস্ত্র প্রদান করা হয় সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে। পুরুষ ও মহিলা মিলে ৪৫ জন রক্ত দান করেন। সর্বকনিষ্ঠ রক্তদাতা ছিলেন কঙ্কনা দাশ।

এদিন দশ জন নতুন সদস্যকে ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় lস্বাগত ভাষণ দেন গোপাল সাহা ও সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ড.শান্তনু পাণ্ডা। সবাই কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন সম্পাদিকা পারমিতা সাউ।