সাঁকরাইল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন ও সাহিত্য সভা!
ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা : ঝাডগ্রাম জেলার সাঁকরাইল সাহিত্য পরিষদে ১৭ তম প্রতিষ্ঠা দিবস এবং ১৬ তম বর্ষপূর্তি দিবসে সাহিত্য সম্মেলন বুধবার মহালয়ার পূণ্য লগ্নে এবং জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে অনুষ্ঠিত হলো রোহিনীর বিডিও অফিসের সভাগৃহে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা থেকে আগত ১৩০ জন কবি ও সাহিত্যিক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবাই স্বরচিত কবিতা, ছড়া, অনুগল্প পাঠ করেন। বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ঝাড়গ্রাম জেলার সংসদ ও পদ্মশ্রী এবং বঙ্গভূষণ পুরস্কার প্রাপ্তি কবি,সাংসদ কালীপদ সরেন খেরওয়াল,ঝাড়গ্রাম জেলাপরিষদের সভাধিপতি কবি চিন্ময়ী মারান্ডি, ঝাড়গ্রাম জেলাপরিষদের সহসভাধিপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অঞ্জলী রায় দোলাই, জেলাপরিষদের সদস্য ও বিশিষ্ট সাহিত্য মনষ্ক ব্যাক্তিত্ব ,কমলাকান্ত রাউত* সাঁকরাইল ব্লকের বি.ডি.ও. শ্ রোহন ঘোষ, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা,আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি,লক্ষণ কিষ্ক মহোদয়, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ,অমিত কুমার মন্ডল* , বিশিষ্ট কবি ও সাংবাদিক অখিল বন্ধু মহাপাত্র এবং সাঁকরাইল সাহিত্য পরিষদ এর প্রধান উপদেষ্টা সর্বেশ্বর মহাপাত্র।
এবারের সাঁকরাইল সাহিত্য সম্মান তুলে দেওয়া হয় বিশিষ্ট কবি এবং লোকসংস্কৃতি গবেষক প্রফেসর ড. লক্ষীন্দর পালুই, বিশিষ্ট কবি ও চিকিৎসক ডাঃ শান্তনু পাত্র, বিশিষ্ট কবি ও সাহিত্যিক পদ্মশ্রী ও বঙ্গবিভূষণ প্রাপ্ত কালীপদ সরেন খেরওয়াল এবং বিশিষ্ট কবি হীরক কুমার দত্তে হাতে।সাঁকরাইল সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি এবং সঞ্চালক প্রদীপ কুমার মাইতি এদিনের সভা পরিচালনা করেন। সাঁকরাইল সহিত্য পরিষদের পক্ষ থেকে অন্যতম কবি খগেন জানা, মিহির কুমার দণ্ডপাট, সর্বেশ্বর মহাপাত্র, মানাস দাস, হরেন্দ্রনাথ ভৌমিক, গৌতম সড়ঙ্গী, কৌশিক দে ও দেবাশীষ বেরা এবং আরও অনেকে উপস্থিত ছিলেন। এদিন সাঁকরাইল সাহিত্য পরিষদ এর মুখপত্র গৌতম ষড়ঙ্গী সম্পাদিত 'অন্যকলম' সাহিত্য পত্রিকা এবং প্রদীপ কুমার মাইতি সম্পাদিত "লিপিকা'(২৪ তম শারদীয়া সংখ্যা) আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়।