সরস্বতী পুজোর দিন মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল এক পুরোহিতের!

গড়বেতা,অভিজিৎ সাহা: ২৩শে জানুয়ারী সরস্বতী পুজোর আনন্দের রেশ কাটতে না কাটতেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার তুলসীচটি এলাকায়। শুক্রবার পুজো সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুরোহিতের।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুরোহিতের নাম অসীমানন্দ রায় (৪৫)। তাঁর বাড়ি গড়বেতা থানার বনকাটি এলাকায়। এদিন দুপুর নাগাদ সরস্বতী পুজো সেরে মোটরবাইকে করে ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় একটি দ্রুতগতির প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরবাইককে ধাক্কা মারে।দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই পুরোহিত। স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গড়বেতা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনায় জড়িত গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেছে। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।