২০২৪ এ রমজান নিয়ে কী নয়া নিয়ম জারি করবে সৌদি আরব?
নিজস্ব সংবাদদাতা : সামনেই পবিত্র রমজান মাস। খুশির ইদ পালনের আগে একমাস ধরে রোজার উপবাস করবেন ধর্মপ্রাণ মুসলিমরা। ২০২৩ সালে সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রক রমজান নিয়ে নয়া নিয়ম জারি করে। রমজান চলাকালীন মসজিদে লাউডস্পিকার বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ইফতারও আর সম্প্রচারিত হবে না বলে জানিয়ে দেওয়া হয়। মসজিদে কোনও চাঁদা বা অনুদান গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। মসজিদের অন্দরে সূর্যাস্তের পর ইফতার পালন করায় নিষেধাজ্ঞা আরপ করা হয়। ইফতারের খাবার সন্ধ্যার পর মসজিদের অন্দরে খাওয়া যাবে না বলে জানানো হয়। শিশুদের মসজিদের অন্দরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। ক্যামেরা ব্যবহৃত হলেও মসজিদের অন্দরে কোনও ইমাম কিংবা প্রার্থনারতদের ছবি তোলা যাবে না। মসজিদ চত্বরে কেউ খাবার খেলে তাঁকেই সম্পূর্ণ এলাকা পরিষ্কার করে যেতে হবে। এগুলি নির্দেশিকা দিয়ে জানায় সৌদি সরকার।এখন দেখার বিষয় চলতি বছরে মতো রমজানের সময়ও সৌদি আরব প্রশাসন এই ধরণের নিয়ম ২০২৪ এ জারি করবে?