সৌরভ গাঙ্গুলী না থাকলে এই সুন্দর টিম ইন্ডিয়াকে আমরা দেখতে পেতাম না!

নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপ ফাইনালের জন্য উত্তেজনায় ফুটছে গোটা ভারত। তৃতীয়বার ট্রফি জয়ের স্বপ্নে বিভোর গোটা দেশ। স্বপ্নের ফর্মে রয়েছেন বিরাট কোহলি ও মহম্মদ সামি। রোহিত শর্মাকে ক্যাপ্টেন কে বানিয়েছিল,রাহুল দ্রাবিড় কে কোচ কে বানিয়েছি?ক্যাপ্টেন বিরাটকে আবার ব্যাটসম্যান বিরাট বানালো কে এই সৌরভ গাঙ্গুলী। মোহাম্মদ স্বামীর জন্য শুরুর দিন থেকে কে লড়েছিল এই সৌরভ গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলী না থাকলে এই সুন্দর টিম ইন্ডিয়াকে আমরা দেখতে পেতাম না। আজ থেকে দু বছর আগে যখন সৌরভ গাঙ্গুলী বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছিলেন তখন আমরাই তাকে খারাপ মন্তব্য করে ভুল বুঝেছিলাম। কিন্তু তখনকার সেই কঠিন সিদ্ধান্তগুলোর জন্য আজকে গোটা দেশ টিম ইন্ডিয়াকে এইভাবে দেখতে পাচ্ছে। টিম ইন্ডিয়াকে এতটা ভয়ংকর এর আগে কোন বিশ্বকাপে লাগেনি। দাদা কেন বিরাট কোহলি কে ক্যাপ্টেন্সি থেকে সরিয়েছিলেন জানেন? কারন যাতে বিরাট কোহলি চাপমুক্ত হয় এবং তার সর্বোচ্চ টা যেন দিতে পারে। শেষ দু বছর ও ডি আই তে বিরাট কোহলি সাত টা সেঞ্চুরি আর নটা হাফ সেঞ্চুরি করেছে। আর শেষ টা আমরা সবাই জানি। যাকে ক্রিকেটের ভগবান বলা হয় সেই সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছে কিং কোহলি।তাহলে দাদা যা করেছিল আমাদের ভালোর জন্যই করেছিল। কিন্তু আমরা সবাই তাকে ভুল বুঝে গেছি। এবার আসি রবি শাস্ত্রী কে সরিয়ে দেয়ার প্রসঙ্গে, রবি শাস্তি থাকাকালীন টিম ইন্ডিয়া মোটামুটি ভালো খেললেও সেই একাগ্রতা ব্যাপারটা টিম ইন্ডিয়ার মধ্যে ছিল না। তাই দাদা সেই জায়গায় রাহুল দ্রাবিড় কে নিয়ে আসে।আর তার ফলাফল স্বরূপ আমরা পাই গত টি-টোয়েন্টিতে ভারত সেমিফাইনালে, এশিয়া কাপ জয়, আর এখন ভারত একটাও ম্যাচ না হেরে ফাইনাল খেলতে চলেছে। রোহিত শর্মাকে ক্যাপ্টেন বানিয়েছিল বলেই আজকে সারা দেশ রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে সাধুবাদ জানাচ্ছে। আজ যে মোহাম্মদ শামি নিয়ে সারা বিশ্ব যে মাতামাতি করছে,সেই শামি কে শামি হতে যেমন দেবব্রত দাস এর অবদান ছিল তেমন এই সৌরভ গাঙ্গুলীর ও ছিল। শামি উত্তরপ্রদেশে জন্ম নিলেও ওই রাজ্যের দল,তাকে জায়গা দেয় নি। তখন শামি বাংলায় এসে খেলা শুরু করেন। মূলত দেবব্রত দাস তাকে জায়গা করে দিয়েছিলেন। কিন্তু শামির পথ চলার শুরু এই বাংলা থেকেই। তার প্র্যাকটিস দেখে সৌরভ গাঙ্গুলী বাংলার টিম ম্যানেজমেন্ট এর কাছে বলেছিলেন এই ছেলেটা একদিন ইন্ডিয়া টিমে খেলবে। ভারতীয় টিমকে এগিয়ে যাওয়ার জন্য সৌরভ গাঙ্গুলী যা করে গেছেন বা যা এখনো করে যাচ্ছেন তা অনস্বীকার্য।