N.B.M-কাপ চ্যাম্পিয়ন হল SB ইলেভেন মেদিনীপুর!
পশ্চিম মেদিনীপুর,নিজস্ব সংবাদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার রোড চন্দ্রকোনার আজাদিয়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আয়োজন করা হয়েছিল N.B.M কাপের। তিন দিনের নকআউট ফুটবল প্রতিযোগিতায় সাধারণ মানুষের আবেগ ছিল চোখে পড়ার মতো। এই ফুটবল উৎসবে অংশগ্রহণ করেছিল পশ্চিমবাংলার খ্যাত নামা ১৬ টি ফুটবল টিম। উল্লেখ্য, তৃতীয় দিনে ছিল দুটো সেমিফাইনাল ও চূড়ান্ত পর্যায়ের খেলা। প্রথম সেমিফাইনাল খেলাতে এসবি ইলেভেন মেদিনীপুর ৪~১ গোলে রাঙ্গামাটি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনাল খেলাতে পৌঁছে যায়। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনাল খেলা নির্ধারিত সময় গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়। টাইবেকারে আজাদিয়া স্পোর্টিং ক্লাব ঝাড়গ্রাম ডিয়ার পার্কে পরাজিত করে ফাইনাল খেলায় পৌঁছে যায়। কিন্তু প্রকৃতির কাছে মানুষ বড়ো নিরুপায় হয়ে উঠে তারই প্রমাণ পেল উপস্থিত দর্শক থেকে শুরু করে দুই ক্লাবের সদস্যরা। হঠাৎ প্রচন্ড বৃষ্টি-বজ্রপাত ও আলো কমে যাওয়ার কারণে ফাইনাল খেলা অনুষ্ঠিত করতে সম্ভব হয়নি। শেষমেষ দুই টিমের সিদ্ধান্ত নেয় টস করার। টসের মাধ্যমে এসবি ইলেভেন মেদিনীপুর আজাদিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সেরা শিরোপা অর্জন করে।