SB XI ক্লাবের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচী!

নিজস্ব সংবাদদাতা: বাড়ি থেকে দূরে বৃদ্ধাশ্রমেই কাটে দিন। পুজোর ক’দিন দুঃখ-যন্ত্রণা ভুলে প্রবীণ এই মানুষগুলোও যাতে আনন্দের স্বাদ পান। দুর্গোৎসব শুধু আনন্দ ও উৎসবের সময়ই নয়, মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ারও একটি বিশেষ উপলক্ষ। সেই বার্তাকেই সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও SB XI ক্লাবে থেকে শারদ উৎসবে সমাজের অসহায় দুঃস্থ বৃদ্ধ’বৃদ্ধাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। ক্লাবের পক্ষ থেকে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন ওল্ড এজ হোম-এর বাসিন্দাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রবীণ অভিভাবকদের চোখে জল আর মুখে হাসিই প্রমাণ করে দেয়—এই ছোট্ট ভালোবাসার স্পর্শ কতটা তাৎপর্যপূর্ণ।

SB XI ক্লাবের পক্ষ থেকে মূল উদ্যোক্তা আবীর আগরওয়াল জানান,"প্রতিবছর আমরা দুর্গোৎসবে কিছু সমাজসেবামূলক কাজের পরিকল্পনা করি। এবছরও ওল্ড এজ হোম-এর দাদু-ঠাকুমাদের মুখে হাসি ফোটানোই ছিল আমাদের মূল লক্ষ্য।" এধরনের উদ্যোগ নিঃসন্দেহে সমাজে একটি ইতিবাচক বার্তা বহন করে এবং ভবিষ্যতে আরও ক্লাব বা সংগঠনকে অনুপ্রাণিত করবে বলেই আশাবাদী সকলে। শারদীয়ায় আনন্দে সবাইকে সামিল করাই আমাদের লক্ষ্য। সমাজের প্রান্তিক মানুষদের মুখে হাসি ফোটাতেই এই প্রচেষ্টা।