মানবিকতাই সব!এক প্রতিবন্ধী ব্যক্তির হাতে সাইকেল উপহার দিয়ে সাহায্যের হাত বাড়াল মেদিনীপুর SB XI Team!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মানবিকতাই সব! মানবিকতার ঊর্ধ্বে কিছু নয়! পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে মানবতার এক উজ্জ্বল নজির। এক প্রতিবন্ধী ব্যক্তির হাতে সাইকেল উপহার দিয়ে সাহায্যের হাত বাড়াল মেদিনীপুর SB XI Team!মেদিনীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মুচিপাড়া বাসিন্দা লালু রুই দাস দীর্ঘদিন ধরে মারাত্মক শারীরিক কষ্টে ভুগছিলেন।চিকিৎসাজনিত কারণে তাঁর একটি পা কেটে বাদ দিতে হওয়ায় চলাফেরা ছিল অত্যন্ত দুর্বিষহ। জীবনের নিত্য প্রয়োজনীয় কাজকর্মও করতে পারতেন না সহজে। তাই বহুদিন ধরেই একটি ট্রাই সাইকেলের জন্য বিভিন্ন জায়গায় জানিয়ে আস ছিলেন তিনি।ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে বিষয়টি জানতে পারেন SB-11 মেদিনীপুরের কর্ণধার আবির আগারওয়াল।

বিষয়টি জানার পরেই তিনি ব্যক্তিগত উদ্যোগে লালুর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। শনিবার ৬ই ডিসেম্বর আবির আগারওয়াল নিজে তার সকল সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে লালু রুইদাসের বাড়িতে গিয়ে তাঁর হাতে একটি নতুন ট্রাই সাইকেল তুলে দেন এবং তার সঙ্গে দেওয়া হয় দলীয় একটি জার্সি। ট্রাই সাইকেল পাওয়ার পর আবেগে ভরে ওঠেন লালু রুইদাস। বহুদিনের যাতায়াতের কষ্টের অবসান ঘটায়। তাঁর চোখে জল এসে যায়। তিনি বলেন,“আজ থেকে আমার চলাফেরা অনেকটাই সহজ হবে।

SB XI Team ও আবির বাবুর কাছে আমি ভগবানের কাছে আশীর্বাদ চাইলাম যে —তিনি যেন এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন সব সময়।স্থানীয় এলাকাবাসীও আবির আগারওয়ালের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। SB XI ফুটবল দলের কর্ণধার তথা শহরের অন্যতম সমাজসেবী আবীর আগরওয়াল বলেন, "আমরা শুধু মাঠেই খেলা জিততে চাই না,মানবতার খেলাতেও জিততে চাই। এই ছোট পদক্ষেপ হয়তো কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে।" প্রতিবন্ধী ব্যক্তিটি সাইকেলটি পেয়ে আনন্দে আপ্লুত হয়ে বলেন, "এখন থেকে আমার চলাফেরা অনেক সহজ হবে। সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর এই দৃষ্টান্ত সত্যিই প্রশংসনীয়।