দিলীপ ঘোষের পদযাত্রাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা!

নিজস্ব সংবাদদাতা : বর্ধমানের পারবিহাটা এলাকায় বুধবার রাতে দিলীপ ঘোষের সমর্থনে বিজেপির একটি পদযাত্রা আটকে দিল পুলিশ। মিছিল আটকাতেই দিলীপ ঘোষের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। পদযাত্রা না করেই ফিরে যেতে হল দিলীপ ঘোষকে। পুলিশের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির তরফে।দিলীপ ঘোষ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনী প্রচারে বাধা কোথায়? এরপর আমরা মাইক বা সাউন্ড বক্স ব্যবহার না করেই কর্মসূচি সারছিলাম। তাতেও বাধা! আমার কর্মসূচি-স্থলের অনেকটা দূরে তৃণমূল সভা করছিল, তার জন্যই পুলিশ গোটা এলাকাজুড়ে বিরোধী কর্মসূচি বাতিল করেছে।দিলীপ ঘোষ আরও বলেন, প্রতিদিন কর্মসূচি সেরে সন্ধ্যায় বাজারে, দোকানদারদের সঙ্গে কথা বলবো। মানুষের সঙ্গে কথা বললে আইন লঙ্ঘিত হয় না, রাজ্য সরকারের অনুমতিও লাগে না। এরপর ও পুলিশ বা কেউ বাধা দেয়, তবে কোনও অনুমতি ছাড়াই কর্মসূচি চলবে। এভাবে মানুষের কাছে পৌঁছনোর থেকে আটকানো যাবে না।