খড়গপুরের পার্বতী চ্যারিটেবল ট্রাস্ট এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান!

নিজস্ব সংবাদদাতা : ১৪ই এপ্রিল সোমবার,খড়গপুরের পার্বতী চ্যারিটেবল ট্রাস্ট দ্বিতীয় প্রতিষ্ঠা দিবসটি মহা জাঁকজমকের সাথে পালিত হলো । এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পদ্মশ্রী হলধর নাগ জি (২০১৬)। হলধর জি তাঁর কিছু রচনা উপস্থাপন করে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছিলেন।এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গপুরের বিধায়ক হিরণ্ময় চ্যাটার্জী এবং খড়গপুর পৌরসভার চেয়ারপারসন শ্রীমতী কল্যাণী ঘোষ।

সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন বিষ্ণু প্রসাদ, টি. নাগেশ্বর রাও,বুন্তা মুরালি, পি. প্রভাবতী, ডি. বাসন্তী এবং অ্যাডভোকেট কান্তি গর্গ, শঙ্কর রাই, অজয় ​​গোয়েল।নেপালের সমাজকর্মীরা ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু।ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিকাশ নিমখাই (রুদ্র), সহ-সভাপতি,অশোক কুমার মীনা (গুরুজি), সম্পাদক জ্যোতি নায়ক, কোষাধ্যক্ষ টি. সুশীলা, দীপক নায়ক, রজত নায়ক এবং ট্রাস্টের সকল সদস্যরা অনুষ্ঠানটি সফল করতে ব্যাপক অবদান রাখেন।পার্বতী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে, সকল আগত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান।