বাঁকুড়া রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান!
নিজস্ব সংবাদদাতা : বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে সোমবার বাঁকুড়ার রবীন্দ্রভবনে উপস্থিত হলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই মহতী অনুষ্ঠানে রাজ্যপালের হাতে ডিলিট (Doctor of Letters) সম্মানে ভূষিত হন বিশিষ্ট ক্রীড়াবিদ ঝুলন গোস্বামী, প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আবুল বাশারসহ আরও কয়েকজন গুণী ব্যক্তিত্ব। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট পেলেন প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। এ ছাড়া ওই সম্মান পেয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আবুল বাশার, অভিনেতা দেবশঙ্কর হালদার এবং গ্রামোন্নয়নের কাজের জন্য টিআর কেশবন।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষিকা ও অসংখ্য ছাত্রছাত্রী।এছাড়া ডিএসসি সম্মান পেলেন চিকিৎসা বিজ্ঞানী অরুণ কুমারেন্দু সিংহ, তাত্ত্বিক পদার্থবিদ্যার শিক্ষক-গবেষক অশোক সেন ও ইসরোর বিজ্ঞানী ঋতু কারিধাল।মঙ্গলবার দ্বিতীয়তম সমাবর্তন অনুষ্ঠানে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় পাঁচ কৃতীকে ওই সম্মান জানায়। রাজ্যপাল সকালে কলকাতা থেকে কপ্টারে রওনা হয়ে দুর্গাপুর অণ্ডাল বিমানবন্দরে নামেন। সেখান থেকে সড়কপথে বাঁকুড়া পৌঁছে উপস্থিত হন রবীন্দ্রভবনে আয়োজিত সমাবর্তন মঞ্চে।অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যে শিক্ষার গরিমা ফিরিয়ে আনতে ছাত্র, শিক্ষক, অভিভাবক থেকে রাজনৈতিক নেতৃত্ব— সবাকে একজোট হয়ে কাজ করার বার্তা দেন। বাঁকুড়ার রবীন্দ্রভবনে আয়োজিত ওই অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের রাজ্যপাল বলেন, ‘‘আমাদের রাজ্যে ভাল পড়ুয়া, ভাল শিক্ষক রয়েছেন। তবে এ রাজ্যে শিক্ষার গরিমা ফিরিয়ে আনতে ছাত্রছাত্রী থেকে শিক্ষক, অভিভাবক থেকে সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাদের একজোট হয়ে কাজ করতে হবে।’’গুণীজনদের হাতে ডিলিট সম্মান তুলে দেওয়ার মুহূর্তে করতালিতে মুখরিত হয় রবীন্দ্রভবন।