মেদিনীপুরে শিক্ষা প্রতিষ্ঠানে কুকুর নির্যাতনের গুরুতর অভিযোগ! সমাজ মাধ্যমে সোচ্চার পশুপ্রেমী সংগঠন এবং সামাজিক কর্মীরা

নিজস্ব সংবাদদাতা : মানবিকতার পাঠ যে স্থানে দেওয়া হয়, সেখানেই ঘটল অমানবিক ঘটনা! পশ্চিম মেদিনীপুরের একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ— তাঁর নির্দেশেই স্কুল চত্বরে থাকা কুকুরদের লাঠি দিয়ে পেটানো হয়েছে! মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম স্কুলের প্রধান শিক্ষকের (ফাদার) সম্প্রতি এক আচরণ ঘিরে তীব্র বিতর্ক এবং ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় মহলে। অভিযোগ, তারই নির্দেশে গতকাল, মঙ্গলবার ১১ই নভেম্বর রাতে প্রায় ১০-১৫ জন হোস্টেল ছাত্র স্কুলের ভেতরে থাকা কুকুরদের ওপর লাঠি নিয়ে হামলা চালান।

আসে পাশের বাড়ির লোকেরা কুকুর গুলির চিৎকারের আওয়াজ পেলেও মেন্ গেট বন্ধ থাকায় কেউ সরাসরি সামনে আস্তে পারেনি। গেটের বাইরে থেকে ঘুরে যান। সমাজ মাধ্যম থেকে জানা যায়, আজ সকালে স্থানীয় পশুপ্রেমী সংগঠন এবং সামাজিক কর্মীর পাঁচজনের একটি প্রতিনিধি দল স্কুলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে ঘটনার বিষয়ে জানতে চান। কিন্তু শুরু থেকেই প্রধান শিক্ষকের আচরণ অত্যন্ত রূঢ় ও অমার্জিত ছিল বলে জানান তারা। প্রতিনিধি দলের এক সদস্য সংগীতা ভট্টাচার্যর বক্তব্য— “একজন শিক্ষকের কাছ থেকে এমন ব্যবহার প্রত্যাশিত নয়। উনি মহিলাদের সঙ্গে কেমন ভাবে কথা বলতে হয়, সেটাও জানেন না।” স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা কেউই কুকুর নিয়ে ভীত নয়। বরং অনেকেই প্রতিদিন ওই কুকুরদের খাবার দেয়, বিস্কুট খাওয়ায়। তাই ছাত্রছাত্রীদের অজুহাত দেখিয়ে কুকুরদের মারধর করা অনৈতিক এবং অমানবিক বলেই মত স্থানীয় পশুপ্রেমী সংগঠন এবং সামাজিক কর্মীদের।