শহিদ স্মরণে কেশপুর থেকে শালবনী পর্যন্ত এস এফ আই-এর পদযাত্রা শুরু!
নিজস্ব সংবাদদাতা: এস আই এফ আই এর ১৮ তম সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে প্রাক্তন এস এফ আই নেতা শহিদ জুলফাই মল্লিক ও এস এফ আই নেতা শহিদ তিলক টুডু'র স্মৃতিতে "শহিদ স্মরণে পদযাত্রা" শুরু হলো বৃহস্পতিবার। দুদিনের এই পদযাত্রার সূচনা হয় বৃহস্পতিবার সকালে জুলফাই মল্লিকের গ্রাম কেশপুর উচাহার গ্রামে সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে এই পদযাত্রার সূচনা হয়।উচাহার থেকে পদযাত্রা কেশপুরে আসে। কেশপুর বাজারে পথসভা হয়।এরপর পদযাত্রা পাঁচখুরি, এলাহীঞ্জ হয়ে এদিন সন্ধ্যায় ধর্মা হয়ে মেদিনীপুর শহরে প্রবেশ করে। এরপর সেখান থেকে গোলকুঁয়া,বটতলা কেরানিতলা, ক্ষুদিরাম মোড় হয়ে রাত্রি আটটা নাগাদ পঞ্চুর চকে রবীন্দ্র মূর্তির পাদদেশে পৌঁছায় এই পদযাত্রা।
সেখানে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন এস এফ আই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর, রাজ্য নেত্রী বর্ণনা মুখোপাধ্যায়,জেলা সম্পাদক রণিত বেরা, সভাপতি সুকুমার মাঝি প্রমুখ। পঞ্চুর চকের সভায় এস এফ আই এর বর্তমান নেতৃত্বদের পাশাপাশি সংগঠনের প্রাক্তন নেতৃত্ব গোপাল প্রামাণিক,কুন্দন গোপ, শুভাশিস পাইন, সৌগত পান্ডা, প্রসেনজিৎ মুদি প্রমুখ।সভা শুরুর আগে গুজরাট বিমান দুর্ঘটনায় নিহত ব্যাক্তিবর্গকে শ্রদ্ধা জানানো হয়।শুক্রবার সকালে পঞ্চুর চক থেকে ভাদুতলা পর্যন্ত পদযাত্রা হবে এবং শহীদ তিলক টুডুর গ্রাম বেউচা গ্রাম থেকে আরেকটি পদযাত্রা ভাছতলায় মিলিত হবে। বিকেল ৪য়টায় ভাদুতলায় প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে।