ঘাটাল ভারতীয় রেডক্রশ সোসাইটি পক্ষ থেকে শারদ সমাজ সম্মান – ২০২৫!
নিজস্ব সংবাদদাতা : ঘাটাল ভারতীয় রেড ক্রস সোসাইটি একটি স্বেচ্ছাসেবী মানবিক সংস্থা, যা মানব জীবন ও স্বাস্থ্য রক্ষা করে এবং দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও রক্ত পরিষেবা প্রদান করে থাকে সারা বছর। এই বছর, ঘাটাল মহকুমার বিভিন্ন দুর্গাপূজা কমিটি পূজার সময় বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে। দুর্গাপূজা কমিটিগুলি হল সোনাখালী স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব সংঘ, সুলতানপুর নবজাগরণ দুর্গোৎসব কমিটি ইত্যাদি।
এই বছর, পূজার সময় তারা রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি, বৃক্ষদান, পোশাক বিতরণ, বিনামূল্যে চিকিৎসা শিবির এবং কিছু সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। তাই, ঘাটাল ভারতীয় রেড ক্রস সোসাইটি কর্তৃক শারদ সমাজ সম্মান প্রদান করা হয় এবং কমিটি ভবিষ্যতে আরও কিছু সামাজিক কাজ করার অঙ্গীকার নিয়েছে। উপস্থিত ছিলেন ঘাটাল ভারতীয় রেডক্রশ সোসাইটির ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভদীপ সিং রায়, কোষাধ্যক্ষ রামমোহন চক্রবর্তী, সদস্য ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি শুভঙ্কর ঘোষ উপস্থিত ছিলেন।