আদি শেখপুরা মহল্লার উদ্যোগে পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে বস্ত্র বিতরণ কর্মসূচি!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : আজ ১৪-ই জুন বিশ্ব রক্তদাতা দিবস ও আদি শেখপুরা মহল্লার উদ্যোগে পবিত্র ঈদ উল আযহা কে সামনে রেখে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হল। মেদিনীপুর শহরের শেখপুরা এলাকায় বাসিন্দাদের নিয়ে এই অনুষ্ঠান করা হয়েছিল। প্রায় ৯২ জন মহিলার হাতে শাড়ী তুলে দেওয়া হল । উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, ফাদার ভিন সেন্ট লোবো, মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ খান। এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিশিষ্ঠ সমাজসেবী আবীর আগরওয়াল, মৌমিতা বাকুড়া, প্রমুখ। আদি শেখপুরা মহল্লার মহলদার সেক সামিম বলেন "সকল শুভ চিন্তা ভাবনা সম্পন্ন মানুষ যারা পাশে থেকে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তুলেছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতে উনারা পাশে থাকলে আরও সামাজিক কাজের সাথে আমরা যুক্ত থাকতে পারব।