শেষ হলো শিলদা কলেজের এন এস এস-এর ৭ দিনের শীতকালীন ক্যাম্প!
ঝাড়গ্রাম নিজস্ব প্রতিবেদন : শিলদা চন্দ্রশেখর কলেজে জাতীয় সভা প্রকল্পের(এন এস এস) ৭ দিন ধরে চলা শীতকালীন স্পেশাল ক্যাম্পটি শেষ হলো কলেজের সভাগৃহে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষা ডক্টর সুজাতা তিওয়ারি, দুই প্রোগ্রাম অফিসার অধ্যাপক সুশান্ত দে ও অধ্যাপক ফটিক চন্দ্র অধিকারী। এছাড়া আজকের এই সমাপনী অনুষ্ঠানে 'স্কিল ডেভেলপমেন্ট' বিষয়ে আলোচনা করেন রাখেন উমা চন্দ্র বিদ । এদিনের অনুষ্ঠানে সাত দিন ধরে চলা স্পেশাল ক্যাম্পে বিভিন্ন কর্মসূচিতে ছাত্রছাত্রীরা কিভাবে নিজেদেরকে সেবামূলক কাজে উৎসর্গ করেছেন সে বিষয়ে তাঁরা প্রত্যেকে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। সমাপনী অনুষ্ঠানে ৭ জন স্বেচ্ছাসেবকে বিশেষ পুরস্কার প্রদান করে উৎসাহিত করা হয়। শিবির উপলক্ষে যে সকল স্বেচ্ছাসেবক বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছ এবং সারা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচিতে ভালো কাজ করেছে তাদের সেই ভালো কাজের স্বীকৃতি জন্য তাদের কয়েকজকে পুরস্কৃত করা হয়।সারা বছর কাজের জন্য অভিষেক মল্লিক এবং বিশেষ শিবিরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে আকাশ খান ও অজিত মুর্ম্মু এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য মৌমিতা অধিকারী, নীরব স্বেচ্ছাসেবক হিসেবে মহাদেব দেশওয়ালী, এবং উৎসাহিত স্বেচ্ছাসেবক হিসেবে ডালিয়া শবর , অপিতা পাল,নমিতা মাহাত সহ ৭ জনকে পুরস্কৃত করা হয়। সাত দিনের ক্যাম্পে ছাত্রছাত্রীরা বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে সাফাই অভিযান, শিক্ষামূলক অভিযান, স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ড , যোগচর্যা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া আরো বিভিন্ন ধরনের কর্মসূচিতে নিয়োজিত ছিল। সমাপনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করেন অধ্যাপক ফটিক চন্দ্র অধিকারী।সমাপনী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে উপাধ্যক্ষা ডঃ সুজাতা তিওয়ারি স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক ড.সুশান্ত দে। এদিন জাতীয় সেবা প্রকল্পের দত্তক নেওয়া দুটি গ্রামের গ্রামবাসীদের মধ্যে কম্বল বিতরণের মধ্য দিয়ে শীতকালীন বিশেষ শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানান অধ্যাপক ডঃ সুশান্ত দে। উল্লেখ্য সাতদিন আগে এই শিবিরের উদ্বোধন করেন অধ্যক্ষ ড. সুশান্ত দোলাই।