শীতের শুরুতেই ভিড় করেছে নবাগত পরিযায়ী পাখির দল। ভিনদেশের খবর নিয়ে হাজির এই পরিযায়ী পাখির দল |

শীতের শুরুতেই ভিড় করেছে নবাগত পরিযায়ী পাখির দল।
ভিনদেশের খবর নিয়ে হাজির এই পরিযায়ী পাখির দল, ঘাটাল এর হরিসিংহপুরের জলাশয়ে এই পাখিদের অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় স্থানীয় ও পর্যটকদের।
এই জলাশয়টিকে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার দাবি স্থানীয়দের।
প্রতি বছরই এই জলাশয়ে শীতকালে ভিড় জমায় এই পরিযায়ী পাখিরা, কেবল স্থানীয়রা নয় এই মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য ভিড় করে আশেপাশের এলাকার বাসিন্দারাও, এই সময় সকালবেলা এই পাখিদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বদলে যায় এলাকার পরিবেশ। বলতে গেলে স্থানীয়দের এক প্রকার পরিবারের অংশ হয়ে যায় এই পাখির দল, তাদের যাতে কেও বিরক্ত না করে সে দিকেই সজাগ দৃষ্টি থাকে স্থানীয়দের, বনদপ্তর থেকেও প্রচার চালানো হয় এই পাখিদের শিকার রুখতে।
তবে স্থানীয়দের আক্ষেপ প্রতিবছর এই পরিযায়ী পাখির দল এলেও এখনও পর্যন্ত এদের জন্য কোন উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। স্থানীয় পুর চেয়ারম্যানের দাবি তিনি ইতিমধ্যেই প্রশাসনের কাছে এই স্থানটিকে রক্ষণাবেক্ষণ ও পার্কে রূপান্তরিত করার আবেদন জানিয়েছেন।