শুক্রবার ভোরের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়!

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের উপকূলে ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। চারটি জেলায় ভারী বৃষ্টি হবে। আরও কয়েকটি জেলায় বৃষ্টি চলবে। ওড়িশার পারাদ্বীপের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ২১০ কিলোমিটার, পশ্চিমবঙ্গের দিঘার দক্ষিণে ৩৩০ কিমি এবং বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৪৫০ কিমি দূরে অবস্থান করছে।মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, শুক্রবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ। শনিবার ভোরের দিকে মোংলা এবং খেপুপাড়ার মধ্যে দিয়ে বাংলাদেশ উপকূল পার করবে সেই ঘূর্ণিঝড়। সেইসময় ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ৮০ কিমিতে পৌঁছে যেতে পারে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের একটি বা দুটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।