শিয়ালদহ-বনগাঁ রুটে সিগন্যালিং সমস্যার কারণে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ, যাত্রীদের প্রচণ্ড সমস্যা হচ্ছে; ডায়মন্ড হারবারে ফের ট্রেন অবরোধ করেন যাত্রীরা!

 নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার সকাল থেকেই বনগাঁ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। সংক্ষিপ্ত হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ। এদিকে আবার বুধবারের পর বৃহস্পতিবারও ডায়মন্ড হারবার শাখায় অবরোধ করেছে কিছু বহিরাগত। ফলে ট্রেন চলাচল বিঘ্নিত। আবার মুম্বই মেলের দুর্ঘটনার জেরে খড়গপুর শাখায়ও ভোগান্তি চলছে। সবমিলিয়ে এদিনও ট্রেন-যন্ত্রণায় বিদ্ধ নিত্যযাত্রীরা।রাতভর প্রবল বৃষ্টিতে বনগাঁ-শিয়ালদহ শাখায় সিগন্যালিংয়ের সমস্যা দেখা দেয়। যার জেরে ওই শাখায় ট্রেন চলাচলে সমস্যা তৈরি হয়। শিয়ালদহ থেকে রওনা হওয়া দুটি ট্রেন চাঁদপাড়া পর্যন্ত গিয়ে আটকে যায়। তার পর আরও এগোয়নি। পরের একাধিক ট্রেন সময়ের থেকে দেরিতে চলাচল করছে। যার জেরে ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। 

সকাল সাড়ে ৭ টার পর থেকে বনগাঁ পর্যন্ত কোনও লোকাল ট্রেন যাচ্ছে না। রাতভর প্রবল বৃষ্টিতে বনগাঁ-শিয়ালদহ শাখায় সিগন্যালিংয়ের সমস্যা দেখা দেয়। যার জেরে ওই শাখায় ট্রেন চলাচলে সমস্যা তৈরি হয়। শিয়ালদহ থেকে রওনা হওয়া ট্রেন চাঁদপাড়া পর্যন্ত গিয়ে আটকে যায়। তারপর থেকে ওই শাখায় ট্রেনগুলি সময়ের থেকে দেরিতে চলাচল করছে।