TCSএর ডাকে রাজারহাটে এক অনুষ্ঠানে ইমন চক্রবর্তীকে বাংলা গান ছেড়ে হিন্দি গান ধরার জন্য জোরজুলুম, কড়া জবাব দিলেন ইমন!

নিজস্ব সংবাদদাতা : ৬ই ডিসেম্বর শুক্রবার রাজারহাটের TCSএর ডাকে এক অনুষ্ঠানে গায়িকা ইমন চক্রবর্তীকে। তাকে জোরজুলুম করা হয় বাংলা গান ছেড়ে হিন্দি গান ধরার জন্য । তিনি কড়া ভাষায় তার জবাব দিয়েছিলেন গায়িকা। শুক্রবার রাজারহাটের আরেক অনুষ্ঠানেও সেই একই অন্যায় আবদার- ‘বাংলা গান শুনব না, হিন্দি গান করুন।’ শ্রোতাদের ভিড় থেকে এহেন ‘অন্যায় আবদার’ শুনেই মারাত্মক চটলেন ইমন। কড়া ভাষায় প্রতিবাদ করতেও ছাড়লেন না। অনুষ্ঠানের মঞ্চ থেকেই ইমন চক্রবর্তী বললেন, “জোরের সঙ্গে বলা যে, আমি বাংলা গান শুনব না- এটা অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। বাংলায় থাকছ। বাংলায় রোজগার করছ। বাংলা গান শুনবে না বলছ?” এখানেই অবশ্য থামেননি গায়িকা। ইমনের সংযোজন, “এই রাজ্যের নাম বাংলা। গায়িকা ইমন চক্রবর্তী আরও বলেন, 'আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি। এমনকী দক্ষিণ ভারতেও। খেয়াল করেছি সেখানকার মানুষ নিজেদের ভাষা ছাড়া অন্য ভাষাতে কথাও বলেন না। কিন্তু বাঙালীরা সব ভাষাকেই আপন করে নেয়। তাই বলে এমন নয় যে, নিজের ভাষার প্রতি সম্মান থাকবে না। আমি মনে করে আমি বাংলায় বড় হয়েছি।