পূর্ব মেদিনীপুরে গানের মঞ্চে হেনস্তার শিকার সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী!
নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে "সাউথ পয়েন্ট পাবলিক স্কুল" একটি বেসরকারি স্কুলের গানের অনুষ্ঠানে গিয়েছিলেন লগ্নজিতা। সেখানেই তাঁকে গান গাইতে বাধা দেওয়া হয়, সঙ্গীতশিল্পীকে মারধর ও হেনস্থার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা মেহবুব মল্লিককে। ঘটনার সূত্রপাত ভগবানপুরে একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানকে কেন্দ্র করে। অভিযোগ, ‘জাগো মা’, গানে আপত্তি তোলেন আয়োজকরা। দাবি করেন গাইতে হবে ‘ধর্মনিরপেক্ষ গান’। তা থেকেই ঝামেলার সূত্রপাত। থানায় অভিযোগ জানিয়েছেন গায়িকা।
ঘটনায় মূল অভিযুক্ত মেহবুব মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়।
অভিযোগ ওঠে, ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হক সেই সময় অভিযোগ নিতে গড়িমশি করেন এবং মূল অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেন। গায়িকা নিজে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করার পর নড়েচড়ে বসে জেলা প্রশাসন। পুলিশ সুপার মিথুন কুমার দে জানিয়েছেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধেই এবার কড়া অবস্থান নিল জেলা প্রশাসন। ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হক এবং নন্দীগ্রাম থানার সাব-ইন্সপেক্টর লুৎফার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মিথুন কুমার দে। লগ্নজিতা চক্রবর্তীর হেনস্থার ঘটনায় মূল অভিযুক্তকে কোনওভাবেই রেয়াত করা হবে না।