SIR–এর শুনানিতে একাধিক পদ্ধতিগত ত্রুটি এবং নির্বাচন কমিশনের একের পর এক খামখেয়ালি সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ?
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : SIR–এর শুনানিতে একাধিক পদ্ধতিগত ত্রুটি এবং নির্বাচন কমিশনের একের পর এক খামখেয়ালি সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানির প্রথম দিন থেকেই প্রতিবাদে সোচ্চার হয়েছিল এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলে একদিকে যেমন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, তেমনই বারবার নির্বাচন কমিশনের কাছেও বিভিন্ন ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানান। তৃণমূলের সেই ধারাবাহিক লড়াই, আন্দোলন ও প্রতিবাদ অবশেষে সাফল্যের মুখ দেখেছে সুপ্রিম কোর্টের রায়ে। সোমবার এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন মেদিনীপুরের বিধায়ক ও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরা।
তাঁর কথায়, “সুপ্রিম কোর্টের এই রায় নির্বাচন কমিশনের গালে সপাটে থাপ্পড়। এই রায় গণতন্ত্র রক্ষার রায়, দেশের মানুষের ভোটাধিকার সুরক্ষিত রাখার রায়।সুজয় হাজরা জানান, তৃণমূল কংগ্রেস এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানাচ্ছে। পাশাপাশি তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় যিনি নেপথ্য থেকে নিরলস লড়াই ও আন্দোলন চালিয়ে গেছেন, সেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের পক্ষ থেকে ধন্যবাদ ও কুর্নিশ জানানো হচ্ছে।এখানেই থেমে থাকছে না তৃণমূল। সুজয় হাজরার স্পষ্ট বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ ও রায় অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে কিনা, তা নিয়েও কড়া নজরদারি চালানো হবে। সেই লক্ষ্যেই মঙ্গলবার থেকেই নজরদারি আরও বাড়ানো হবে। পাশাপাশি প্রয়োজনে আন্দোলনের পথেও নামতে প্রস্তুত থাকবে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।