শনিবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হল SIR (Special Intensive Revision)–এর শুনানি পর্ব!

সেখ ওয়ারেশ আলী : নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শনিবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হল SIR (Special Intensive Revision)–এর শুনানি পর্ব। এদিন সকাল থেকেই দফায় দফায় শুনানিতে উপস্থিত হতে শুরু করেন নোটিশ প্রাপকেরা। ভোটার তালিকা সংক্রান্ত সংশোধন ও যাচাইয়ের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক কার্যালয়ের পাশাপাশি জেলার সমস্ত ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) অফিসে SIR শুনানির জন্য আলাদা আলাদা কাউন্টার ও পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে। এর ফলে জেলার প্রত্যন্ত এলাকার মানুষও সহজেই শুনানিতে অংশ নিতে পারছেন।প্রথম দিনের শুনানির জন্য মেদিনীপুর জেলাশাসক কার্যালয়ে মোট ২২০ জন নোটিশ প্রাপককে ডাকা হয়।

প্রত্যেককে নির্দিষ্ট সময় অনুযায়ী আলাদা আলাদা স্লট দেওয়া হয়েছে, যাতে ভিড় এড়ানো যায় এবং সাধারণ মানুষকে কোনও রকম হয়রানির শিকার হতে না হয়। এই বিষয়টি নিশ্চিত করতেই এমন পরিকল্পনা করা হয়েছে বলে জানান মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জী। শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই নোটিশ প্রাপকেরা নির্ধারিত সময় অনুযায়ী জেলাশাসক কার্যালয়ে এসে উপস্থিত হচ্ছেন। গোটা প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে SIR প্রক্রিয়া সম্পন্ন করাই এই শুনানি পর্বের মূল লক্ষ্য।