SIR ফর্ম অনলাইনে ফিলআপ শুরু, অনুরোধ দুর্গাপুরের মহকুমা শাসকের!

নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে।ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR প্রক্রিয়ায় এবার অনলাইনে ফর্ম পূরণের সুযোগ। নির্বাচন কমিশনের নতুন ওয়েবসাইট voters.eci.gov.in থেকে সহজেই ফিলাপ করা যাবে এনুমারেশন ফর্ম। গত ৪ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া শুরু করছেন। সোমবার পর্যন্ত দুর্গাপুর মহকুমার ৯৯ শতাংশেরও বেশি ফর্ম বিলি হয়ে গেছে বলে দাবি করেছেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস। আবার সেই ফর্মের তথ্য অননাইলে পূরণ করতে হবে বিএলওদের। তবে সেই প্রক্রিয়াটি যাতে নির্ভুল হয় তার জন্য প্রত্যেক ভোটারকে (যারা অন লাইনে ফর্ম ফিলাপে সক্ষম) নিজে অনলাইনে এসআইআর ফর্ম ফিলাপের আহ্বান জানিয়েছেন তিনি।

একটি সাংবাদিক বৈঠক করেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস। তিনি জানান নাগরিকরা এখন সরাসরি voters.eci.gov.in ওয়েব সাইটে গিয়ে অথবা ইসিআইনেট (ecinet) অ্যাপের মাধ্যমে অনলাইনে নিজের নাগরিকত্ব সম্পর্কিত তথ্য যাচাই ও SIR ফর্ম পূরণ করতে পারবেন।ভোটার কার্ডের সাথে ফোন নম্বর সংযুক্ত না থাকলে আগে পোর্টালে ঢুকে সরাসরি ফোন নম্বর সংযোজন করতে হবে। ওই ওয়েব সাইটে ফর্ম এইট পূরণ করে মোবাইল নম্বর সংযুক্ত করণ করতে হবে। একটি মোবাইল নম্বর থেকে একাধিক নাম এন্ট্রি করা যাবে। এরপর এসআইআর ফর্ম পূরণ করতে পারবেন ভোটাররা।

কীভাবে অনলাইনে মিলবে এনুমারেশন ফর্ম?

নির্বাচন কমিশনের ওয়েবসাইট https://voters.eci.gov.in-এ গিয়ে লগইন করলেই এনুমারেশন ফর্ম ফিলআপ করা যাবে। তবে এর জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত মানতেই হবে —ভোটারের এপিক নম্বর (EPIC)-এর সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, তবে ওটিপি (OTP) আসবে না এবং লগইন করা সম্ভব হবে না।

লগইন প্রক্রিয়া:

ওয়েবসাইটে ঢুকলে তিনটি অপশন দেখা যাবে —রেজিস্টার্ড মোবাইল নম্বর,ইমেইল আইডি, এপিক নম্বর।

কীভাবে ফর্ম পূরণ করবেন?

লগইন করার পর প্রথমেই দেখতে পারবেন ২০০২ সালের ভোটার তালিকায় আপনার নাম বা আপনার পরিবারের সদস্যদের নাম ছিল কিনা। 
এর জন্য ‘Search your name in last SIR’ অপশনটি ক্লিক করতে হবে। এরপর ‘Fill Enumeration Form’ অপশনে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। ফর্মে ভোটারের নাম, ২০০২ সালের বিধানসভা কেন্দ্রের নাম ও সিরিয়াল নম্বরের মতো তথ্য দিতে হবে।

কমিশনের নির্দেশ: নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে —যাঁরা বাড়িতে উপস্থিত নেই বা ব্লক লেভেল অফিসারের (BLO) হাতে ফর্ম পাননি, তাঁরা এই অনলাইন পদ্ধতির মাধ্যমে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন। তবে কোনও সমস্যায় পড়লে সংশ্লিষ্ট ব্লক বা বি.এল.ও.-এর সঙ্গে সরাসরি যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে তিনি স্পষ্ট জানিয়েছেন বিএলওদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া অনুমারেশন ফর্ম ফিলাপ ও জমা দেওয়ার পক্রিয়া রয়েছে সেটির সঙ্গে অন লাইন ফর্ম ফিলাপের সরাসরি কোনও যোগ নেই। ওই প্রক্রিয়া সকলকেই করতে হবে। বিএলওদেরই এই কাজ করতে হবে। এটি শুধুমাত্র ভুলত্রুটি কমাতে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। তবে যদি ভোটার নিজে অনলাইনে ফর্ম ফিলাপ করেন সেক্ষেত্রে ভুলের সম্ভাবনা থাকবে না। তবে যে ভোটারের তথ্য বিএলও ইতিমধ্যে এন্ট্রি করেছেন সেক্ষেত্রে নতুন করে আর ফর্ম ফিলাপ করা যাবে না।