এসআইআর-এর জন্য পশ্চিম বর্ধমান জেলায় শুরু বিএলও!

নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের জন্য শনিবার থেকে শুরু হল পশ্চিম বর্ধমান জেলায় বিএলও ও বিএলএ ট্রেনিং। প্রসঙ্গত নির্বাচন কমিশন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে স্যার ( এসআইআর) ঘোষণা করেছে। আগামী ৪ নভেম্বর থেকে গোটা বাংলা জুড়ে এই প্রক্রিয়া শুরু হবে।এদিন আসানসোল ও দুর্গাপুর দুই মহকুমাতে বিএলএ ও বিএলও ট্রেনিং অনুষ্ঠিত হয়। দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে আয়োজন করা হয়েছিল বিএলওদের জন্য বিশেষ প্রশিক্ষন শিবির। যেখানে তিনটি স্লটে মোট ৩০৬ জন করে বিএলও কর্মী ট্রেনিংয়ে অংশ নেন। এদিন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের জন্য বিএলওদের ট্রেনিং দেওয়া হয়। মহকুমাশাসক (সদর) বলেন, এই এসআইআর প্রক্রিয়ায় বুথ লেভেল এজেন্ট এবং বুথ লেভেল অফিসার একে অপরের পরিপূরক।সকলকে একজোট হয়ে এই প্রক্রিয়াটি সফল করতে হবে।