নারায়ণগড়,দাঁতন,কেশিয়াড়ির SIR- এর ভোট কেন্দ্র পরিদর্শন করলেন মন্ত্রী মলয় ঘটক!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় এস আই আর এর কাজ কিভাবে হচ্ছে তা খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের আইন মন্ত্রী তৃণমূল নেতৃত্ব মলয় ঘটককে। জেলার অন্যান্য প্রান্তের পাশাপাশি শনিবার নারায়ণগড়, দাঁতন, কেশিয়াড়ি বিধানসভা এলাকায় এস আই আর এর কাজ খতিয়ে দেখতে এলেন তিনি। তৃণমূলের ভোট রক্ষা শিবিরে কিভাবে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন তা খতিয়ে দেখেন তিনি। একই সাথে কাজের অগ্রগতি নিয়ে স্থানীয় বিধায়ক সূর্যকান্ত অট্ট ও কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু, দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান, এবং দাঁতন দু নম্বর ব্লকের সভাপতি ইফতেখার আলী ও বিপ্লব বেরা সহ দলীয় নেতৃত্বদের সাথে কথা বলেন। ভোট রক্ষা শিবির পরিদর্শনে পাশাপাশি দলের বিধায়কদের কার্যালয় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সাথে বৈঠক করেন। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা, রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দীনেন রায়, নির্মল ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। নারায়ণগড় বিধানসভার পাশাপাশি কেশিয়াড়ী বিধানসভার দাঁতন ১ ব্লকের ভোট রক্ষা শিবির ও দাঁতন বিধানসভার ভোট সুরক্ষা শিবির পরিদর্শন করেন তিনি। কর্মীদেরকে আরো দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন মন্ত্রী।