এস.আই.আর.এর ফর্ম পুরন ও জমা দেওয়ার বিষয়ে উদ্ভূত সমস্যা সমাধানে অবিলম্বে সর্বদলীয় মিটিং!

নিজস্ব সংবাদদাতা : কোলাঘাট ব্লকের নবনিযুক্ত বিডিও অমিত কুমার চাঁদের সাথে আজ এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের কোলাঘাট ব্লক কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে ছিলেন নারায়ণ চন্দ্র নায়ক,মধুসূদন বেরা,বিশ্বরূপ অধিকারী,শংকর মালাকার,আনন্দ হান্ডা,জন্মেজয় মান্না,অঞ্জলি বেরা প্রমূখ। প্রতিনিধি দলের পক্ষ থেকে নারায়ণ চন্দ্র নায়ক জানান,ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন(এস.আই.আর.)'র ফরম পূরণ সংক্রান্ত সমস্যার বিষয় সহ ব্লকের জলনিকাশী সমস্যার সমাধান,হোসিয়ারী শ্রমিকদের সরকার ঘোষিত ন্যূনতম মজুরী কার্যকর,১৬ নম্বর জাতীয় সড়কের দেউলিয়ায় অবিলম্বে আন্ডারপাস নির্মাণ,কোলাঘাটের পানীয় জল প্রকল্পের সুষ্ঠু পরিষেবা প্রভৃতি দাবী পূরণের বিষয়ে আলোচনা হয়। বিডিও অতি দ্রুত এ বিষয়ে আলোচনার আশ্বাস দেন।