ছাগল পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচি!

নিজস্ব সংবাদদাতা : ছাগল পশ্চিমবঙ্গের অতি গুরুত্বপূর্ণ পশুসম্পদ। ছাগল আমাদের দেশে দরিদ্র জনগোষ্ঠীর আয়ের অন্যতম প্রধান উৎস।আজ ২২শে আগস্ট শুক্রবার প্রাণীসম্পদ বিকাশ বিভাগ পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকে ১০টি স্বনিভর গোষ্টীর মহিলা উপভোক্তাকে ১০০টি ছাগল প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প অধিকর্তা, ডি আর ডি সি ডাঃ গোবিন্দ হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধক্ষ্য সহ প্রানীসম্পদ দপ্তরের জেলা ও ব্লকস্তরের আধিকারিকগন।

পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন উৎপাদক গোষ্টির (স্বসহায়ক দল) দ্বারা ২১টি ব্লকে ১০টি করে স্বনির্ভর দলকে ১০০ টি করে মোট ২১০০টি ছাগল বিতরণ করা হচ্ছে। দপ্তর কর্তৃক সকল উপভোক্তাকে প্রশিক্ষণ এবং প্রত্যেকটি ছাগল এর বীমাকরণ করা হয়েছে। উক্ত প্রশিক্ষণে মেদিনীপুর সদর ব্লকের বি এল ডি ও ডাঃ শিবপ্রসাদ ঘোড়াই ছাগল পালন এর পদ্ধতি ও স্বনির্ভরতার বিভিন্ন দিক বিশেষভাবে আলোচনা করেন।