বন্যা কবলিত ঘাটালে বেড়েছে সাপের উপদ্রব!
নিজস্ব সংবাদদাতা: এবছরেও বন্যা কবলিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, ক্ষীরপাই,চন্দ্রকোনা,খরার পুরসভার আশেপাশের এলাকা। গর্তে বা আশ্রয়স্থলে জল ঢুকে পড়ার জন্য বাস্তুচ্যুত সাপেরা আশ্রয় নিচ্ছে মানুষের ঘরবাড়িতে। ঘটতে পারে সর্প দংশনের ঘটনা।সাপের কামড় খেয়েছে শতাধিক মানুষ। তাদের ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সহ দাসপুর, চন্দ্রকোনার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হওয়ায়, সেই কারণেই বেড়েছে সাপের উপদ্রব। ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন বন্যার কয়েকদিনে শতাধিক মানুষ সাপের কামড় খেয়েছে। দুজন সাপ উদ্ধারকারী ৫০০-র উপর সাপ উদ্ধার করেছে। সাপ নিয়ে সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাপ নিয়ে সচেতনতা শিবির, পোস্টার প্রদর্শনী, লিফলেট বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে সাপ সম্পর্কিত ভুল ধারণা দূর করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও, সাপের কামড়ে মৃত্যুহার কমাতে এবং সাপ ও মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।